পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৩২ কলিকাতা সেকালের ও একালের । স্থানে নদীবক্ষে লুটপাট করিয়া বেড়াইত। কখনও বা তাহার তীরে নামিয়া বাট ঘর দ্বার জালাইয়া দিত। গ্রামকে গ্রাম ভস্মসাৎ করিত, ছেলেমেয়েদের ধরিয়া লইয়া যাইত। এই সমস্ত আরাকানী মগদ্যদের উৎপাতে, এক সময়ে কলিকাতাবাসীদের পর্য্যস্ত উত্যক্ত হইতে হইয়াছিল। সুন্দরবন, ঢাকা, ২৪ পরগণা, প্রভৃতি বিভাগের নদীর মধ্যে মগদস্যগণ অবাধে বিচরণ করিত। নবাব অনেক চেষ্টা করিয়াও ইহাদের শাসন করিতে পারেন নাই। মগের প্রতি বৎসর এক একটা নির্দিষ্ট সময়ে, এক একটা দেশে দেখা দিত। ১৭৬০ খৃঃ অব পর্য্যন্ত কোম্পানীর পুরাতন কাগজ পত্রে দেখিতে পাওয়া যায়, কর্তৃপক্ষীয়গণ এই মগদস্যদের দমনের জন্য নানাবিধ উপায় চিন্তা করিতেছেন। বর্তমান অধ্যায়ে প্রাচীন কলিকাতা সম্বন্ধে যাহা কিছু বলা হইয়াছে তাহা কোম্পানী-বাহাদুরের কলিকাতা-কেন্সিলের প্রেসিডিংস ও বিলাতের কোর্ট অব ডাইরেক্টারদের পত্রের অংশ বিশেষ হইতে গৃহীত। ১৭৪৮ খৃঃ অন্ধ হইতে ১৭৬৭ খৃঃ অন্ধ পৰ্য্যন্ত প্রাচীন কলিকাতা সম্বন্ধীয় কুড়ি বৎসরের নানা বিষয়িণী ঘটনার কথা, এই পরিচ্ছেদে সংক্ষেপে লিপিবদ্ধ করিয়াছি। ভবিষ্যতে পরবর্তী ৰৎসর সমূহের ঘটনা আলোচিত হইবে।