পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ অধ্যায়। ওয়ারেণ হেষ্টিংস—ইষ্ট-ইণ্ডিয়াকোম্পানীর আমলে ইংরাজাধিকারের প্রথম গবর্ণর জেনারেল—হেষ্টিংসের সহায়তার জন্ত বিলাত হইতে কেন্সিলের মেম্বরগণের নিয়োগ—নুতন মন্ত্রণা-সভার সভা, স্তর ফিলিপ ফ্রান্সিস, জেনারেল ক্লেভারিং, বীরওয়েল ও কর্ণেল মনসন-স্বপ্রীম-কোটের প্রথম চিফজষ্টিস, ইম্পি, বিলাত হইতে সভ্যগণের এদেশে আগমন ও টাদপাল-ঘাটের অবতরণ ঘটনা—তোপধ্বনির ব্যাপারে গোলমালের স্বচনা—কৌন্সিলের সভ্যগণের সহিত হেষ্টিংসের মনোবাদ—নন্দকুমারের ঘটনা---ওয়ারেণ হেষ্টিংস সম্বন্ধে নানা কথা—হেষ্টিংসের সহিত ফ্রান্সিসের দ্বন্ধ যুদ্ধ-আলিপুরের “ডুয়েল এভেনিউ”—হেষ্টিংসের আলিপুরে বাস-হেষ্টিংস-হাউস-নবাব মীরজাফরের আলিপুরে বাস-হেষ্টিংসের বাগানবাটী ও সম্পত্তি বিক্রয়— ওয়ারেণ হেষ্টিংসের আমলে ও তাহার পরবর্তী কালে কলিকাতা সম্বন্ধে নানাবিধ জ্ঞাতব্য কথা—কলিকাতায় পর্ট গীজ গোরার উৎপাত—বর্ষ। সমাগমে ডাক চলাচল বন্ধ—সিমুলিয়ায় খুন—লারকিন্স লেনে দরোয়ান খুন-হেষ্টিংসের উপর উtহার নিয়োগকৰ্ত্ত। ডিরেক্টরদের সহানুভূতি— বজর ডুবি ও সাহেবের মৃত্য-সে কালের ডাকঘরের মাশুল খরচের কথা—দ্বন্দ যুদ্ধে মৃত্যু—সে কালের গাড়ী-ঘোড়া—সে কালের বেঙ্গল ব্যাঙ্ক-চীনে জেলে—ক্রীতদাস চুরী—স্থলপথে ডাক-গাড়ীর খরচ— নোটের প্রথম প্রচলন—কলিকাতার প্রসিদ্ধ ধনী রামকান্ত মুন্সীর বাটতে চুরী—বজরা ও নৌকার ভাড়া—সে কালের লাট-বাড়ীর কথা—হারমোনিক ট্যাভার্ণ—সেকালের সতী দাহের একটা ভীষণ দৃশা—এ সম্বন্ধে কোন প্রত্যক্ষদশীর বর্ণনা-কলিকাতা চীনেবাজারে চোরের তাডডা— সেকালের ফ্যান্সি-ড্রেসবল—ময়দানে প্রথম বেলুন-বাজী-ওয়ারেণ হুেষ্টিংসের মালামাল বিন র—গাড়ীওয়াল ষ্টয়ার্ট কোম্পানী—ঘোড়ার দানার কারখানা—সে কালের মিউনিসিপ্যালিটার ব্যবস্থা—১৭৮৫ খৃ: অব্দে কলিকাতার ৩১ট থানার নাম—ইংরাজ-সন্তানগণের জন্য প্রথম বিদ্যালয়—বাঘ বিক্রয়—পলাতক "ীতদাস্য--ভগবদগীতা বিক্রয়—বিলাতে গীতার প্রথম মুদ্রাঙ্কণ—গবর্ণর ভাসিটার্টের মৃত্যু— সেকালের পর্বদি উপলক্ষে সরকারী অফিসের ছুটী—কলিকাতায় মালাই—মানিলা ও কাফ্রি গুণ্ডার উৎপাত—অহল্যাবাইয়ের গয়ায় মন্দির প্রতিষ্ঠা—বৰ্দ্ধমানে দামোদরের মহাবনা (১৭৮৭ খৃষ্টাব্দ)—সেকালের গঙ্গাতীরের ঘাটসমূহের নাম । ওয়ারেণ হেষ্টিংসের আমলের কথা ধরিতে গেলে, পলাশী যুদ্ধের পরই ইষ্ট-ইণ্ডির কোম্পানী প্রকারত্তরে Ե ս