পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ অধ্যায়। や8> अनअवान बइनि श्रेष्ड थम्लगिङ चाँप्छ। किरू हेश अष्णक छनब्रद মাত্র । * লর্ড ক্লাইভ, ভারতে ব্রিটিশাধিকারের ভিত্তি স্থাপন করেন। তাহার পরবর্তী গবর্ণরগণের মধ্যে, ওয়ারেণ হেষ্টিংসই সেই ভিত্তিমূলকে স্বধৃঢ় । করেন। দেশের মধ্যে—“ডবল-গবর্ণমেন্ট” অর্থাৎ নবাবী ও ইংরাজ শাসন দুইই প্রবর্ভিত থাকায়, মহা অনর্থের স্বষ্টি হইয়াছিল। হেষ্টিংসের চেষ্টার, সে অনর্থের প্রতিকার হয়। রাজস্ব-সম্বন্ধে নানাবিধ সুব্যবস্থা প্রণোদিত হওয়ায়, প্রজাগণ কোম্পানীর অধীনে শাস্তির সুখময় ক্রোড়ে বিরাজ করিতে থাকে। হেষ্টিংসের একাধিপত্যের একান্ত বিরোধী স্যার ফিলিপ ফ্রান্সিস, ১৭৮০ খৃঃ অব্দে বাঙ্গলা ছাড়িয়া চলিয়া যান। ইহার পরবর্তী পাঁচ বৎসর কাল, হেষ্টিংস স্বাধীনভাবে কাৰ্য্য করিয়া, বঙ্গদেশে ইংরাজশাসনের একটা স্থায়ী শক্তির প্রতিষ্ঠা করেন। যে ইংরাজ কোম্পানী, এতদিন ধরিয়া দেশীয় শাসনকৰ্ত্তাদের হস্তে নানা প্রকার নির্যাতন সহ্য করিয়া আপনাদের অধিকার অক্ষুণ্ণ রাখিয়াছিলেন—তখন তাহারা প্রকৃতপক্ষে বজের ভাগ্যবিধাতা হইয়া উঠিলেন। ১৭৮৫ খ্ৰীঃ অব্দে, হেষ্টিংস বঙ্গদেশের নিকট চিরবিদায় লইয়া বিলাত-যাত্রা করেন । কিন্তু হায় । জীবনের শেষ অবস্থাতেও তিনি আদৌ সুখী হন নাই। পালামেন্টের মহা-বিচারে, দীর্ঘকাল ধরিয়া জড়িত থাকায়, তাহার যথাসৰ্ব্বস্ব নষ্ট হইয়া যায়। ওয়ারেণ হেষ্টিংসের “ইম্‌পিচমেন্ট” বা মহ-বিচার সম্বন্ধীয় ঘটনা, স্বশিক্ষিত পাঠকের নিকট অপরিজ্ঞাত নহে । ওয়ারেণ হেষ্টিংসের আমলে ও পরবর্তীকালে প্রাচীন কলিকাতার সম্বন্ধে নানাবিধ জ্ঞাতব্য কথা । ( ১৭৮৪ হইতে ১৭৯৭ পুর্য্যস্ত ) ১৭৮৪ খৃঃ অকের মার্চ মাসে, কলিকাতা-গেজেট প্রথম প্রকাশিত, হয়। ইহা তখনকার কালে আধা-সরকারী ও আধা সাধারণ সংবাদ পত্র ছিল। পুরাতন কলিকাতা গেজেটের জীর্ণপত্রগুলি অনুসন্ধান করিলে, এক শত ত্রিশ বৎসরের পূর্বের অনেক ঘটনা জানিতে পারা যায়। কাজেই আমরা ১৭৮৪ হইতে ১৭৯৭ খৃঃ অঞ্চ পৰ্য্যস্ত, প্রাচীন

  • Dr. Busteed's letter to the Calcutta “Englishman” dated 17th May, 1872 - - Y

げ》