পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৬৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একবিংশ অধ্যায়। ডাকের খরচ । তখন দেশের নানাস্থানে, কোম্পানী-বাহাদুরের ডাক-চোকা ছিল । এই সমস্ত ডাক-চৌকীতে পার্ক ও বেহার থাকিত। এই ডাক-টেীকা সমুহ, পোষ্টাফিস বিভাগের অধীন ছিল। কোন দূরবর্তী স্থানে যাইতে হইলে, অবস্থাপন্ন লোকে এই সমস্ত ডাক-পালকীর সাহায্য গ্রহণ করিতেন। ইহাদের ভাড়াও বড় কম ছিল না। সরকারী-ডাক ছাড়া, এইরূপ মালের-ডাককে তখন “বাঙ্গি” বলিত। নিম্নে আমরা একটা ভাড়ার তালিকা উদ্ধত করিতেছি । ইহাতে সেকালের লোকের ভ্রমণের ও মালের খরচ সমেত ভিন্ন ভিন্ন স্থানে যাইতে কত টাকা পড়িত, পাঠক তাহার আভাস পাইবেন। কলিকাতা হইতে এই এই ডাক কাশী পৰ্য্যস্ত যাইত। বাহকগণ ভ্রমণকারীর মালপত্রও লইত। \b8$ ভাড়া | ভাড়া কলিকাতা হইতে —কলিকাতা হইতে --- টাকা টাকা চন্দননগর ੋ \8 | ૨ Blle রাজমহল ቁ¢ ፃone চুচুড়া, হুগলী, বঁাশবেড়ে মির্জা- ৪৬• ෆූ পুর (উত্তর পশ্চিমের নহে ) ༢༤༽ ভাগলপুর "చి 8 বহরমপুর মুঙ্গের 8 هRوiس কালকাপুর දෑ পাটনা 虚8哆 ময়দপুর | **" | বাকপুর } N কাশিমবাজার মুরশীদাবাদ 》 이 দানাপুর e dwolle মুরাদবাগ বক্সার Goßląe স্বর্তী ཅེ ༠ཅར༽ বেনাক্সস ግ•ፁሪ উল্লিখিত তালিকায়, পালকী-বেহারার ভাড়া ও যাত্রীর লগেজ বা মালের ভাড়া একত্র করিয়া দেখান হইয়াছে। তখনকার অর্থাৎ একশত ত্ৰিশবৎসর পূৰ্ব্বে, কানী যাইতে হইলে সাত শত চৌষটি টাকা, পালকী-ডাক ব্যয় পড়িত। তখন রাজমহল ও ভাগলপুর হইয়া বেনারস যাওয়ার প্রথা ছিল। (৬১৷১৭৮৫) নোটের প্রথম প্রচলন। ইংরাজের রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে, এদেশে ব্যাঙ্কণ্ড স্থাপিত ৮২