পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । 8 اعوه সেইসময়ে সংবাদপত্রে প্রকাশযশোহরের ম্যাজিষ্ট্রেট হেংকেল সাহেৰ এক সময়ে ২২জন ডাকাতকে গ্রেপ্তার করেন। নিমকীর-এজেন্ট, সন্ট সাহেবও ১১জন ডাকাতকে বন্দী করেন। ( ২০১১/১৭৮৮) সুন্দরবনের এই ডাকাতের দলের সর্দার পরে ধরা পড়ে ও তাহার ફ્રઃ ત્ર I (બ રા૦૧ના ) সহরের মধ্যে চুরী ও রাহাজানি। ১৯৮৮ খৃঃ অন্ধের সেসনে, সুবিখ্যাত সুপ্রীমকোর্টের জজ, স্তর উইলিয়াম জোন্স পুলিশ ব্যবস্থার সম্বন্ধে যে মন্তব্য প্রকাশ করেন—তাহার মৰ্ম্মার্থ হইতে জানা যায়—”কলিকাতা সহরে তখন গুগু ও বদমাইসদের বিশেষ প্রাবল্য ছিল। সার উইলিয়ম বলিয়াছিলেন—“গত দেড় মাসের মধ্যে সহরের মধ্যে আমি নানারূপ অশাস্তির অভিযোগ পাইয়াছি। ইহার পূৰ্ব্বে এরূপ অবস্থা ছিল না। মারামারি দাঙ্গা ও রাত্রে সিদ্ধ কাটিয়া বা জবরদস্তীতে কড়িয়া লওয়া প্রভৃতি ব্যাপার, সহরের মধ্যে ইদানীং বড়ই বৃদ্ধি পাইয়াছে। ফৌজদারী বালাখানার নিকটস্থ একটা রাস্তার কথা উল্লেখ করিয়া তিনি বলেন— anই রাস্তার উপর অনেকগুলি ইটালিয়ান, স্প্যানিশ এবং পটুগীজ হোটেল ও মতপানাগার আছে। এই সকল স্থানেই উৎপাত উপদ্রব কিছু বেশী।" ( ১১৷১২৮৮) । চাকরী জবাব । শতাধিক বৎসর পূৰ্ব্বে কলিকাতার বেঙ্গলব্যাঙ্ক ছাড়া আর একটী ব্যাঙ্ক হিল। তাহার নাম জেনারেল-ব্যাঙ্ক। এই ব্যান্ধের একটা সাধারণ নোটিশ হইতে জানিতে পারা যায়—“বেহারীলাল বাবু এদেশীয় লোকেদের নিকট হইতে “ব্যাঙ্ক-বিলের” উপর অন্তায় দস্তরী লইতেন। সম্প্রতি র্তাহার এ কাৰ্য্য ধরা পড়ায়, তাহাকে পদচ্যুত করা হইল।” এ সকল সংবাদও তখন অবস্থানীয় বোধে সরকারী-গেজেটে প্রকাশ হইত। তখন ইংরাজী জানা বাঙ্গালী চাকুরের সংখ্যা খুব কম fשטר כורור כ ) ו של( ঘোড়া-ব্রেক সম্বন্ধে পুলিশ অর্ডার। “এসপ্লানেডের মধ্য দিয়া যে রাস্তাটা গিয়াছে, সেই রাস্তায় ও তাহার সংশ্লিষ্ট পথসমূহে, আগামী ২-এ মার্চ হইতে আর কেহ ঘোড়া “ব্রেক” করিতে পরিবেন না। এইজন্য সাধারণকে অনুরোধ করা যাইতেছে, র্তাহারা