পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । جستارا অব-দি-পিস মহোদয়ুদিগের নিকট আহবান করিয়া পালকীর ভাড় সম্বন্ধে নিম্নলিখিত বিধানগুলি বুঝাইয়া দেওয়া হইয়াছে এবং তাহারাও đề xU-5 #f{I *fRts # 5 ị (Order dated 28-5-1794) Office of the Sitting Justices. | (১) পাচজন ঠিক বেঙ্গরার জন্ত সমগ্র একদিনের জন্ত–ভাড়া, এক সিঙ্ক টাকা । ( २ ) {} ঐ ঐ অৰ্দ্ধদিনের জন্ম—আট আন মাত্র । (৩) কলিকাতার বান্তিরে পাচ মাইল পৰ্য্যন্ত দূরে যাইতে হইলে, প্রত্যেক বেহীরার ভাড়া দৈনিক চরি আন । s (৪) চারি ক্রোশ বা আট মাইলের ভাড়া একদিনের ভাড়ার মত। উডিয়া বেহারাদের সর্দার পরামাণিকেরা, এই ভাড়ায় স্বীকৃত হইয়া তাহাদের নাম সই করিয়া দিয়াছে । স্যার উইলিয়ম জোন্স। লর্ড কর্ণওয়ালিসের পর, স্যরজন শোর, গবর্ণর জেনারেল হন। ওয়ারেণ হেষ্টিংসের আমলেই বৰ্ত্তমান "এসিয়াটিক-সোসাইটীর প্রাণ-প্রতিষ্ঠা হয়। তখন গবর্ণরেরাই, সোসাইটর প্রেসিডেন্ট বা সভাপতি পদে নিযুক্ত হইতেন। সরি উইলিয়াম, বহু ভাষাভিজ্ঞ পণ্ডিত ছিলেন । সংস্কৃত, আরবী, পারদ প্রভৃতিতে র্তাহার দক্ষতা অসাধারণ। ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর অধীনে, তিনি সুগ্ৰীম-কোটের জজরূপে নিযুক্ত হন । তাহার স্থায় সুপণ্ডিত, মেধারী, সৰ্ব্বশাস্ববিৎ, সৰ্ব্ববিধ জ্ঞানধার, মহাপণ্ডিত জজ এদেশে একজনও আসেন নাই। তিনি হিন্দু-পণ্ডিত ও মুসলমান-মৌলবীদিগের সহায়তায়, হিন্দু ও মুসলমান আইন-ঘটিত মোকদম সমূহের বিচার করিতেন। তাহার হিন্দু-সহকারীকে “জজ-পণ্ডিত” বলিত। প্রবাদ এই, স্বপ্রসিদ্ধ জগন্নাথ তর্কপঞ্চানন জোন্সের আমলে জজ-পত্তিত নিযুক্ত হন। স্যর উইলিয়াম জোন্স, গর্ডনরিচে একটা বাগান বাড়ীতে থাকিতেন । র্তাহার আমলে দেওয়ানী ও ফৌজদারী উভয় বিভাগেরই আমূলে সংস্কার হইয়াছিল। সেকালে কলিকাতায় চোর-ডাকাতের বড় উৎপাত ছিল। স্যর উইলিয়াম, তাহীদের প্রায় একরূপ উচ্ছেদ করিয়া যান । তিনি বলিতেন--“আমি যদি পৃথিবীর সমস্ত ভাষা না শিথিয়া মরি, তাহ হইলে আমার জন্য কেহ যেন অশ্রুপাত না করে ।”