পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায় । \\უხyS) ær =--— সার উইলিয়াম জোন্সের মৃত্যুর পর, এসিয়াটিক্‌-সোসাইটির এক বিশেষ অধিবেশনে (২রা মে ১৭৯৪ ) গবর্ণর জেনারেল স্যর জন শোর ( পরে লর্ড টমাউথ ) মৃতব্যক্তির গুণাবলী কীৰ্ত্তন করিয়া, একটা সুদীর্ঘ সন্দর্ভ পাঠ করেন। উক্ত সন্দর্ভ অতি দীর্ঘ ও নানা কথায় পরিপূর্ণ। সবিস্তারে তাহা অনুদিত করা অসম্ভব। এজন্য আমরা তাহার একটা সংক্ষিপ্ত সারসংগ্ৰহ করিয়৷ দিলাম। ইহা হইতে পাঠক দেখিবেন, স্যর উইলিয়াম জোন্স করূপ প্রতিভাশালী ও বাণীর বরপুত্র ছিলেন। গবর্ণর সাহেবের বক্তৃতার সাধ মৰ্ম্ম এই--- "এই সভার ভূতপূৰ্ব্ব সভাপতি স্যর উইলিয়াম জোন্স, ইহজগতে আর ষ্ট । কিন্তু তিনি আমাদের সকলের মনের মধ্যে জাগ্রতভাবে বিরাজ রিতেছেন । ত{হার ন্যায় একজন মহাজ্ঞানী পণ্ডিতকে সভাপতিরূপে ইয়। এই সভা ধন্য হইয়াছে। ঠাঙ্গর জ্ঞানের গভীরত। কতদূর ছিল, তাহার জ্ঞান কতদূর বৈচিত্রময়ী চিগ, তাহার গবেষণা কিরূপ মৌলিক ছিল, নানাদেশের ভাষার অতি অল্প বপ্লসে তিনি কিরূপ ভাবে অভিজ্ঞতা লাভ করিয়াছিলেন, তাহা বর্ণনা করিবার অধিকার ও শক্তি আমার নাই । পৃথিবীর সকল প্রদেশের প্রধান প্রধান ভাষায়, তিনি প্রচুর দক্ষতা লাভ করিয়াছিলেন । গ্রীক্ ও রোমান-সাহিত্যে র্তাহার পাণ্ডিত্য অগাধ ওঁ অপরিমেয় । কিশোর অবস্থাতেই, তিনি এই পাণ্ডিত্য লাভ করেন। ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, জৰ্ম্মান ও পটুগীজ ভাষাতেও তাহার অগাধ জ্ঞান ছিল। জীবনের মধ্যাবস্থায়, তিনি প্রাচ্য-ভাষী সমূহে অভিজ্ঞতা ণভ করেন । সৰ্ব্বপ্রথমে হিব্রু, তৎপরে, পারসী ও আরবী ভাষা তাহার আম্বাধীনে আসে। তুর্কি ও চীনভাষাতেও তাহার মোটামুটি জ্ঞান ॐaiष्pि० ।।

র ভারতবর্ষে আগমনের পর, তিনি সংস্কৃতভাষা শিক্ষা আরম্ভ করেন। এllট মণীষাবলে অতি অল্প সময়ের মধ্যেই তিনি সংস্কৃত ভাষায় fংপত্তি লাভ করেন। যে সকল ব্রাহ্মণ-পণ্ডিত তাহাকে সংস্কৃত শিক্ষা দিতেন, "fর একবাক্যে আমার নিকট স্বীকার করিয়াছেন, সংস্কৃতে তাছার ংৈপত্তি অতি গভীর ও ভাষাজ্ঞান অতি প্রশংসনীয়। উহার মৃত্যুর পর "মি এই সমস্ত পণ্ডিতদিগকে ডকাইয়া আনি । পণ্ডিতেরা, স্যর উইলি"ণর মৃত্যুতে অধীর হইয়া, আমার সম্মুখে অশ্রুপাত করিতে লাগিলেন।