পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ. , n এাহ্মণ, ' . . একজন প্রসিদ্ধ ধনী নিমাই মল্লিকের বেহারাও সেই সময়ে সেই পথ । যাইতেছিল। সহসা সেই ব্রাহ্মণের গায়ে, বেহীরার গা ঠেকে। ইহাতে ব্রাহ্মণ ক্রুদ্ধ হইয়া সেই চাকরকে এক চপেটাঘাত করেন। চাকরও মায় মুদ সেই আঘাত ফিরাইয়া দেয়। ব্রাহ্মণ পরিশেষে, নিমাই মল্লিকের বাটীতে গিয়া বলে—“আপনার চাকর আমাকে মারিয়াছে।” নিমাই মল্লিক, চাকরকে ডাকাইয়া এই বিষয়ের তথ্যানুসন্ধানে জানিতে পারেন, যে ব্রাহ্মণই প্রথমে চাকরকে প্রহার করেন । কাজেই তিনি বলেন—“চাকরের কোন দোষই নাই। আপনি চলিয়া যান।” ব্রাহ্মণ ইহাতে বড়ই মৰ্ম্মাহত হন এবং পরদিন প্রাতে একটী বন্দুক হস্তে উক্ত মল্লিকের দ্বারে উপস্থিত হইয়া, দরোজার পাশ্বেই আত্মহত্যা করেন।” “এই ব্যাপারে ভয়ানক হুলস্থূল বাধিয়া যায়। নিমাই মল্লিকের চাকরেরা, ভয়ে দরোজা বন্ধ করিয়া দেয়। সেই স্থলে অনেক লোক সমবেত হইয়া একটা মহা জনতা উপস্থিত করে। অন্যান্য পশ্চিমে ব্রাহ্মণের আসিয়া, নিমাই মল্লিকের বাটীর সম্মুখেই চিত-রচনা করিয়া, মৃত-দেহ দাহ করে। পাছে এই অসন্তুষ্ট নাগরিকগণ, তাহার বাড়ী লুঠ করে, এই ভয়ে তিনি পুলিসের বড়-কর্তা মটু সাহেবের নিকট সাহায্য প্রার্থনা করেন। পুলিস হইতে চোপদারগণ আসিয়া তাহার বাট চৌকী দেয়।* ইহা হইতেছে ১২৫ বৎসরের পূৰ্ব্বে ঘটনা। তখন কলিকাতার এই সব অসম্ভব ঘটনাও ঘটিত । ( সংবাদ ) --

  • সম্ভবতঃ এই মট, সাহেবের নাম হইতে “মটস লেন" নামকরণ হইয়াছে। এ কোনটী এখনও বর্তমান। *