পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায়। । Vసి& আর কাহারও মুখে কখনও শুনি নাই। জীবিত বস্থায় সমাধি হওয়া আরও ভয়ানক ব্যাপার! যদি আপনার পাঠকগণের মধ্যে কাহারও চক্ষে এরূপ ঘটনা ঘটিয়া থাকে, তাহা হইলে তাহ সাধারণে প্রকাশ মল্লিখ আমরা অনেক নূতন তথ্য জানিতে পারিব।” কাশীনাথ বাবুর মৃত্যু। গত সোমবার (১২-৪-১৭৯২ ) কলিকাতার জনৈক বিখ্যাত ধনী কাশীনাথ বাবুর মৃত্যু হইয়াছে। কাশীনাথ বাবু একজন সৰ্ব্বজন সম্মানিত ব্যক্তি ছিলেন। সন্ধ্যাকালে তাহার নিজের নিৰ্ম্মিত গঙ্গাতীরস্থ ঘাটে, মৃতদেহ ভস্মীভূত করা হয়। প্রচুর চন্দন কাষ্ঠ দ্বারা চিতা রচিত হইয়াছিল। র্তাহার চারিট সহধৰ্ম্মিণী । সুখের বিষয়, ইহাদের কেহই স্বামীর সহিত সহমৃতা হন নাই। লোকের বিশ্বাস, কাশীনাথ বাবু মৃত্যুকালে ষাট লক্ষ টাকা রাখিয়া গিয়াছেন। এক উইল দ্বারা তিনি এই সম্পত্তি র্তাহার পুত্ৰগণের মধ্যে সমানাংশে বিভাজিত করিয়া দিয়াছেন। এই কাশীনাথ বাবু, নন্দকুমারের মোকদ্দমায়, একজন গণনীয় সাক্ষী ছিলেন। সুখসাগরে বাঘ । মুখসাগরে (নদীয়া বিভাগে ) তিনটা খুব বড় বাঘ বাহির হইয়াছিল। সৌভাগ্যের বিষয়, বারেটে সাহেব তাহদের একটকে গুলিদ্বারা নিহত করিয়াছেন। অপর দুইটকে ফাঁদ পাতিয়া ধরা হয়। )גal8אגר ני( মুখসাগর তখন একটা স্বাস্থ্যকর স্থান ছিল। অনেক পদস্থ ইংরাজ, নৌকা বোট বজরা করিয়া, মুখসাগরে বেড়াইতে ও শিকার করিতে যাইতেন। সেকালের বাঙ্গালীদের অভিনন্দনের নমুনা। লর্ড কর্ণওয়ালিস, ভারতের ইংরেজাধিকারের সেনাপতি ও গবর্ণয়জেনারেল দুইই ছিলেন। সেকালের গবর্ণর জেনারেলদের এই দুই কাজই করিতে হইত। লর্ড কর্ণওয়ালিসের অমিত পরাক্রমে, টিপু সুলতানের ধ্বংশ-সাধন হয়। "শ্রীরঙ্গপত্তন-অবরোধ” ভারতেতিহাসের একটা অত্যুজ্জল ঘটনা। এই যুদ্ধ উপলক্ষে, লর্ড কর্ণওয়ালিসকে বহুকাল ধরিয়া দাক্ষিণাত্যে থাকিতে হয়। বিজয়লাভাস্তে যখন তিনি কলিকাতায় প্রত্যাবর্তন করেন, সেই সময়ে কলিকাতার ইংরাজ-সম্প্রদায়, তাহাকে