পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V9్ఫN9 কলিকাতা সেকালের ও একালের । একখানি অভিনন্দন পত্র প্রদান করেন। এ অভিনন্দন পত্র অবশ্য ইংরাজী ভাষাতেই দেওয়া হয়। এতদ্ব্যতীত সেকালের কলিকাতা সহরের গণ্যমান্য বাঙ্গালীগণ, লর্ড সাহেবকে পারসী ভাষায় একখানি অভিনন্দন দান করেন। তাহা এই— ** অসীম সম্মানাম্পদ, অমিত বীরচুড়ামণি, শ্ৰীল ষ্ট্ৰীযুক্ত আরল কর্ণওয়ালিস কে, জি, গবর্ণর জেনারেল বাহাদুর বরাবরেষু— টিপুমুলতানের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপনি তাহার সহিত যুদ্ধে লিপ্ত হন। আমাদের স্থির বিশ্বাস ছিল, ভগবান আপনাকে জয়যুক্ত করিবেন। যাহাতে আপনি রণজরী হইরা বিজয়-গৌরব লাভ করেন, তজনা আমরা ভগবৎসমীপে চিরদিন প্রার্থনা করির অসিয়াছি । আপনি মঙ্গবল-চমূ লইয়া শক্রর রাজ্য আক্রমণ করেন । অসীম সাহসে শত্রুবি জয় করিয়া আপনি এখন যশস্বী। যেমন অগ্নি-সংযোগে, তৃণের সম্পূর্ণ ধ্বংশসাধন হয়, আপনার অমিতবিক্রমে শত্রুসৈন্য সেইরূপ ধ্বংশ হইয়াছে * ইহাতে আপনি যশোগৌরবে অমরত্বলাভ করিয়াছেন এবং এই বিজয়-ব্যাপারে আপনার প্রজাগণের সম্পত্তি, সন্মান ও স্বাধীনত। রক্ষা করিয়াছেন । সেকালের নববর্ষের উৎসব । আজকাল নববর্ষের দিনে গড়ের মাঠে কুচ-কাওয়াজ, সৈন্যপ্রদর্শনী ও উপাধি বিতরণ হইয়া থাকে। সেকালে অর্থাৎ ১৩০ বৎসর পূৰ্ব্বে কিরূপ ভাবে উৎসব হইত—তাহ দেখুন। “গত মঙ্গলবার ইংলণ্ডেশ্বরের জন্মদিন উপলক্ষে, ফোর্ট-উইলিয়াম দুর্গ হইতে র্তাহার সম্মানার্থে প্রভাত-প্রারম্ভে তোপধ্বনি হুইয়াছিল। অপরাহ্নে

  • পাঠকের অবগতির জন্ত এই অভিননানের একটা প্যারাগ্রাফের মূল এখানে উদ্ধৃত

করিতেছি— * ..., Your Lordship entered the enemy's country with a brave army, and by the ardour of your Courage destroyed the enemy's numbers in every place, as straw is consumed by fire and by thus humbling his (Tippoo's) pride accomplished of our prayers, the news of which was equally as a draught from the cup of immortality. Your Loidship has secured the safety of our persons, liberty and properties. (Extract from an Address to Right Hon’ble Earl Cornwallis signed by ( 162 ) principal Native Inhabitants of Calcutta.