পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বাবিংশ অধ্যায় ৬৯৭ লর্ড কর্ণওয়ালিস, থিয়েটারগৃহে একটা নাচ ও সান্ধ্য-ভোজনের আয়োজন করিয়াছিলেন। অনেক পদস্থসাহেব, এই মজলিসে উপস্থিত ছিলেন । মিসেস চ্যাপম্যান, প্রথমে নৃত্য সুচনা করেন। রাত্রি এগারটা পৰ্য্যস্ত সাহেবী-নাচ চলিমাছিল। রাত্রি বারটার সময়, নিমন্ত্রিত অতিথিগণ ভোজনাগারে গিয়া আহারাদি শেষ করেন । তাহার পর তাহারা পুনরায় থিয়েটার-হলে ফিরিয়া আসেন, এইবার বাইনাচ প্রভৃতি আরম্ভ হয় । এ দেশীয় নৃত্যকলা দেখিয়া, সকলেই সন্তোষ প্রকাশ করিয়াছিলেন । রাত্রি চারিটার সময় এই নৃত্য শেষ হয়। তখনকার দিনে নববর্ষ উৎসবে সমস্ত রাত্র-ব্যাপী বল ভোজ হইত। এই ভোজ-সভায়—এ দেশীয় নৃত্যকলাও প্রচলিত ছিল। বাইনাচ প্রভৃতি দেখিয়া, সেকালের সাহেবেরা নাসিকা কুঞ্চন করিতেন না। সেকালের ঘোড়দৌড়। ১২ই ডিসেম্বরে ( ১৭৯৩) খৃঃ যে ঘোড়দৌড়ের ইস্তাহার বাছির হয়, তাহার সংক্ষিপ্ত মৰ্ম্ম এই—“আগামী ৮ই, ৯ই ও ১০ই জানুয়ারীর বুধ, বৃহস্পতি ও শুক্রবার ঘোড়দৌড় হইবে । এজন্য প্রাতরাশ ও সঙ্গীতের আয়োজন করা হইয়াছে । ঘোড়দৌড়ের পর শুক্রবার “বল ও সপার” হইবে । যাহার ঘোড়া ছুটাইতে ইচ্ছুক, তাহার ঘোড়াসম্বন্ধে সমস্ত অবিশ্বকীয় তথ্য সম্পাদকের নিকট জানিতে পারেন । সম্ভবতঃ এই ঘোড়দৌড়, কলিকাতার নিকটবর্তী কোন স্থানে হইয়াছিল। সেই সময়ে বারাশতেও ঘোড়দৌড় হইত। বৰ্ত্তমান ঘোড়দৌড়ের মাঠ, তখন সম্পূর্ণরূপে জঙ্গল-বিমুক্ত হয় নাই। কিন্তু স্তর জন শোর (পরে লর্ড টেন্‌মাউথের ) এর আমলে, কলিকাতার মাঠে ঘোড়দৌড়ের বন্দোবস্ত দেখা যায় । স্যার উইলিয়াম জোন্সের মৃত্যু। গত রবিবার প্রাতঃকালে ( ১লা মে ১৭৯৪ ) সুপ্রীমকোটের স্বনামপ্রসিদ্ধ জজ, স্যার উইলিয়াম জোন্সের মৃত্যু হইয়াছে। তাহার বয়স এই সময়ে মোটে ৪৮ বৎসর হইয়াছিল। গার্ডনরিচের বাগানবাটীতে, উহার মৃত্যু ঘটে। তৎপরে তাহার মৃতদেহ, সহযোগী জজ, হাইড় সাহেরের বাটতে চৌরঙ্গীতে অনা হয়। সোমবার প্রাতঃকালে, সাত ঘটিকার সময় Εγίγ'