পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । ولاa o তাহার নাম হইয়াছিল—“An Hospital for the relief of Natives requiring the assistance of a Surgeon, to $fortsicna więk. নিৰ্ব্বাহের ভার, সাহেব ও এদেশীয় লোক লইয়া সংগঠিত একটী কমিটির হস্তে থাকে। কলিকাতার অধিবাসী বাঙ্গালীগণের মধ্যে কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ইহার কার্য্য-নির্বাহক হন। লর্ড কর্ণওয়ালিসের আমলে অর্থাৎ পলাশীযুদ্ধের পয়ত্রিশ বৎসর পরে, এই হাসপাতাল প্রতিষ্ঠিত হইয়াছিল। আটাশ জন লোকের অর্থ-সাহায্যে, এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয় । ইহাদের মধ্যে তৎকালীন গবর্ণর-জেনারেল, লর্ড কর্ণওয়ালিস একাই তিন হাজার টাকা দান করেন। গঙ্গানারায়ণ দাস ও কৃষ্ণকান্ত সেন বলিয়া দুই জন বাঙ্গালী প্রত্যেকে ৫ ••২ শত টাকা দান করিয়াছিলেন । ইংরাজের বিপদে বাঙ্গালীর সহানুভূতি। বিলাত হইতে সংবাদ আসে ( ১৭৯৮ খৃঃ অব্দ ) যে ফরাসীগণ ইংলণ্ড আক্রমণ করিবে। ইহাতে ইংলণ্ডে একটা হুলুস্থল পড়িয়া যায়। সমস্ত ইংলণ্ডবাণী সভাসমিতি করিয়া, তাহীদের মাতৃভূমির রক্ষার্থে ও ইংলগুধিপের অর্থবল প্রবল করিবার জন্ত চাদা তোলেন। এই চাদার পরিমাণ বড় কম নহে। “ব্যাঙ্ক অব ইংলঙে,” ১৭৯৮ খ্ৰীঃ অব্দের মার্চ পর্য্যন্ত দেড় মিলিয়ান টাকা জমা দেওয়া হয়। লওনের ও সমগ্র ব্রিটিশ-দ্বীপবাসীদের এইরূপ সহানুভূতির কথা, এদেশে আসিয়া পৌছিলে, কলিকাতাবাসী ইংরাজের, সেরিফের সহায়তায়, থিয়েটার-গৃহে এক বিরাট সভার অনুষ্ঠান করেন। ১৭ই জুলাই কলিকাতায় এই মহা সভা হয়। কেবল কলিকাতায় নহে-মান্দ্রাজ, বোম্বে প্রভৃতি ইংরেজাধিকৃত স্থান সমূহেও এই সময়ে সভাসমিতি হইতে আরম্ভ হইয়াছিল। কলিকাতার এই ইংরাজ-সভায়, একদিনে দেড় লক্ষ টাকার উপর চাদ উঠে। মাস্ত্রীজের সভায় ১৮৫৯১৬ প্যাগোডা আদায় হয় । বোম্বের সভায় ২৪৪৭•৭ টাকা আদায় হইয়াছিল। এই সমস্ত টাকাই বিলাতে প্রেরিত হয়। এই বিষয় লইয়া সমগ্র ভারতের ইংরাজ-মহলে তখন এমন একটা উত্তেজনার স্বষ্টি হয়, যে সামান্ত ইংরাজ গোরা পর্য্যন্ত তাহাঙ্গের এক মাসের বেতন টাঙ্গা স্বরূপ দান করে। ইংরাজদিগকে এই ভাবে সভা-সমিতি করিতে দেখিয়া, ইংলণ্ডাধিপের