পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । نوا ه aه বেলেস্তারার দাম দুই টাকা। ১৮২৮ খ্ৰীঃ অব্দের একটী মোকদ্দমার বিবরণ হইতে জানিতে পারা যায়, ডাক্তার হ্যালিডে, র্তাহার রোগীর নামে ছয়ট ভিজিটের মূল্য বাবত ৩৮৪ সিঙ্ক টাকার দাবিতে “কোর্ট অব দি রিকোয়েষ্টস" নামক আদালতে নালিশ রুজু করিয়াছিলেন। প্রত্যেক ভিজিটের দাম তাহা হইলে ৬৪ টাকায় দাড়াইতেছে। সেই সময়ে ডাক্তারের দরট। কত বেশী ছিল, তাহ পাঠক উল্লিখিত বিবরণ হইতে জানিতে পরিবেন। খস্খসের টাট্রী। তখন টান। পাথা ছিল না। “ইলেকট্রিকৃ-ফ্যান" ত স্বপ্ন-রাজ্যের কথা। গ্রীষ্মকালে জল ঠাণ্ডা করিবার জন্ত, সোরার স্তুপের মধ্যে জল পাত্র বসাইয়া রাখা হইত। দুৰ্দ্দমনীয় গ্রীষ্মের হাত হইতে আত্মরক্ষার জন্য, তখন অবস্থাপন্ন ইংরাজেরা খসখসের টাটি ব্যবহার করিতেন। ডাক্তার ক্যাম্বেল বলিয়া একজন সম সাময়িক ইংরাজ লিখিতেছেন, “বাহিরে হাওয়া খুব গরম হুইলে বাড়ীর মধ্যে কামরার হাওয়া অতি ঠাও । এ ঠাওiটা ঠিক যেন বিলাতের মত । যে সকল গৃহে এরূপ পরদা নাই, কার সাধ্য সেখানে বাস করে ” ( ১০।৫।১৭৮৯ ) সেকালের যান-বাহন । ওয়ারেণ হেষ্টিংসের আমলে. কলিকাতায় গাড়ীর প্রচলন হয়। ১৭৮০ খ্ৰীঃ অস্বে কলিকাতায় ষ্টুয়ার্ট কোং বেশ জাকাইয় উঠে। এই কোম্পানী বিলাত হইতে গাড়ী অমিদানী করিতেন । সে সকল দামী গাড়ী, পদস্থ ইংয়াজেরাই ব্যবহার করিতেন। সেকালের “হিকিস্-গেজেটে” এইরূপ গাড়ী আমদানীর বিজ্ঞাপন দেখিতে পাওয়া যায়। ওয়ারেণ হেষ্টিংসের চেরিয়ট গাড়ী ছিল । আরও অনেক পদস্থ ইংরাজেরও ছিল । অনেকে তখন বগী-গাড়ীও ব্যবহার করিতেন। মেম-সাহেবের ও মধ্যবিত্ত শ্রেণীর সাহেবেরা, পান্ধী ব্যবহার করিতেন । অনেকে অশ্বারোহণে প্রাতঃকালে ও সন্ধ্যার সময় নদীতীরে বেড়াইতে যাইতেন। . সেকালের লাট-সাহেবদের “ময়ূরপন্থী” প্রভৃতি সুবৃহৎ জলযান ছিল। লর্ড ভ্যালেন্‌সিয়া ১৮৮৩ খ্ৰীঃ অব্দে কলিকাতায় আসেন। তিনি লিখিয়াছেন “আমি গবর্ণর জেনারেল লর্ড ওয়েলেসলির সুবৃহৎ জলযানে কলিকাতায় উপস্থিত হই। এই জলযান, সোনালির কাজ করা ও নানাবিধ