পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘458 কলিকাতা সেকালের ও একালের । হইতে প্রকাশ হইতেছে। কোন ভদ্রলোকের আঙ্গুলে জুতার কড়া হইয়T ছিল। ইহার যন্ত্রণায় অধীর হইয়। সেই ক্ষুদ্র নবাব বিজ্ঞাপন দেন– “আমার পায়ে কতকগুলিকৈড়া হওয়ায় বড়ই কষ্ট পাইতেছি। যে লোক এই কড়াগুলি আরাম করিয়া দিতে পরিবে, তাহাকে এক হাজার সিক টাকা পারিতোষিক দিব । ৮৩ নং জিগ জ্যাগ লেনে সংবাদ লউন । ( ১৭৯৩ খ্ৰীঃ অব । ) * কলিকাতায় প্রথম বাধাকপির চাষ । এদেশে ইংরাজের আগমনের সঙ্গে সঙ্গে, গোল-আলুর প্রচলন হইয়াছে। সেকালের অনেক দুর্গা-পূজার হিসাবে গোলআলুর নাম নাই, তবে রাঙ্গআলুর ব্যবস্থা আছে। সৰ্ব্বপ্রথমে ১৭৯৪ খ্ৰীঃ অকে, কলিকাতায় বাধা-কপির প্রথম প্রচলন হয়। ইহা সাহেবী-মহলে অবশ্য প্রথম সমাদৃত হয়। এসম্বন্ধে একটী বিজ্ঞাপন দেখুন। যাহারা বাধাকপির লোভনীয় আস্বাদনে তৃপ্তিলাভ করিতে চান, তাহারা চাদপাল ঘাটের সান্নিধ্যে, পুরাতন অফর্ণন-হাউসের একটু দক্ষিণে, কাপ্তেন ম্যাকিন্‌টারের বাগানে জতুসন্ধান করুন। একশত কপির দাম —৮N সিঙ্ক টাকা । পদার্থবিজ্ঞান ও রসায়ন । তখন, এদেশে বিজ্ঞান সম্বন্ধীয় উচ্চ শিক্ষার জন্য কোনরূপ ব্যবস্থা ছিল না। ইংরাজী স্কুল সংখ্যা খুব কম ছিল। উচ্চ শিক্ষার নাম গন্ধ ছিল না। এজষ্ঠ বিলাত হইতে মধ্যে মধ্যে এক একজন বিশেষজ্ঞ সাহেব আসিয়া বিজ্ঞান সম্বন্ধে লেকচার দিতেন। অবশ্য সাহেবেরাই এই সমস্ত লেকচার শুনিতেন। ১৭৯৫ খৃঃ অব্দের একটী বিজ্ঞাপন হইতে আমরা দেখিতে পাই—“ডাক্তার ডিগ উইডি ভদ্রসাধারণকে জ্ঞাত করিতেছেনযে তিনি পদার্থবিজ্ঞান ( Physics ) এবং রসায়ন ( Chemistry) সম্বন্ধে আগামী ২১এ এপ্রিল হইতে কয়েকট লেকচার দিবেন। ২৫ বা ৩০টা লেকচারেই “কোস" সম্পূর্ণ হইবে। ইহার ব্যয় ১০ট সোণার মোহর ।” কলিকাতায় প্রথম ইনসুরেন্স-কোম্পানী । আজকাল পঙ্গপালের মত, দেশী-বিদেশী ইনস্বরান্স কোম্পানীতে কলিকাতানগরী ছাইয়া ফেলিয়াছে। কিন্তু ১৭৯৫ খৃঃ অব্দের ১লা জুন,