পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२० কলিকাতা দেকালের ও একালের । কাৰ্য্য শেষ করিয়া লাট বাহাদুর "বলন্ধমে” যান। এইস্থানে এক সুদীর্ঘ বিচিত্র ও বহুমূল্য কাপেটের উপর এক সিংহাসন স্থাপিত ছিল। এই বহুমূল্য কাপেটখানি একসময়ে টিপু সুলতানের দরবার-গৃহের সৌন্দর্য্যবৰ্দ্ধন করিত। গবর্ণর জেনারেল বাহাদুর সিংহাসনে বসিলে—মৃত্যাদি আরম্ভ হইল। রাত্রি দুইটা পৰ্য্যন্ত এই নৃত্যোৎসব চলিয়াছিল। তারপর আতসবাজী ছোড়া আরম্ভ হয়। লক্ষে, মুরশীদাবাদ প্রভৃতি স্থান হইতে আনীত কারিকরগণু, এই সমস্ত ৰাজি তৈয়ারি করিয়াছিল। আতসবাজির পর আবার মৃত্যারম্ভ। রাত্রি চারিট পর্য্যস্ত সমানভাবে নৃত্য চলিয়াছিল। বলা বাহুল্য, দরবারের পূৰ্ব্বেই ভোজের ব্যাপারটা শেষ হইয়া গিয়াছিল। ইহাই বৰ্ত্তমান গবর্ণমেন্টহাউসের প্রথম “ষ্টেট্রবল”। ওয়েলেসলীর আমলে, কলিকাতার যথেষ্ট উন্নতি সাধিত হয়। সার্কিউলার রোড এই সময়ে পাকা করা হইয়াছিল। “জষ্টিস-অব-দি-পিস”গণ মহোৎসাহে সহরের উন্নতির জন্য খাটিতে আরম্ভ করেন। এই সময়ে (১৮০১ খৃঃ অব্দে ) একটি বিজ্ঞাপন হইতে দেখিতে পাওয়া যায়—"র্তাহার। ৮৫ জোড় বলদ ও ৮৫ খানি স্কাভেঞ্জার গাড়ির জন্ত টেণ্ডার দিতেছেন।” কলিকাতা সহরের ময়লা নিষ্কাসনের জন্যই এইরূপ ব্যবস্থা হইতেছিল । বৰ্ত্তমান কালে যেরূপ টাউন-ইমপ্রুভমেন্ট কমিটি স্থাপিত হইয়াছে—শতাধিক বৎসর পূৰ্ব্বে লর্ড ওয়েলেসলির আমলেও এইরূপ একটা কমিটি স্থাপিত হয়। কি করিলে কলিকাতা সহরের প্রকৃত উন্নতি হইবে, কিরূপভাবে ড্রেণ ও পয়ঃপ্রণালী প্রস্তুত করা উচিত, কি প্রকারে বfধ প্রভৃতি প্রস্তুত স্বার, সহরের মধ্যে বর্ষার সময় গঙ্গার জল প্রবেশ স্বচনা বন্ধ হয়, ইত্যাদি বিধানও লর্ড ওয়েলেসলি করিয়া দেন। রাস্তাঘাটের ও গলিগুলির সংস্কার ও নামকরণ, সাধারণ কশাইখানা, গোরস্থান সম্বন্ধে বিশেষ বিধান প্রচলন ইত্যাদি সকল বিষয়েই র্তাহার দৃষ্টি পড়িয়াছিল। তিনি কলিকাতাকে প্রাচ্যদেশের একটি “শ্রেষ্ঠ-নগরী” করিবার চেষ্টা পাইয়াছিলেন। ১৮০৫ খ্ৰীঃ অব্দে তিনি এদেশ হইতে চলিয়া যান, কিন্তু এই সময়ে তাহার অনুষ্ঠিত সংস্কার কার্য্য গুলি—শেষ হয় নাই। - মাকুইস ওয়েলেসলি অতি মুদক্ষ, দৃঢ়চেতা শাসনকৰ্ত্ত ছিলেন। সামরিক প্রতিভাতে তিনি অদ্বিতীয়। র্তাহার অমিত পরাক্রমেই, টিপু সুলতানের অধঃপতন হয়—মহীশূর ইংরাঙ্গের দখলে আসে। দাক্ষিণাত্যের অনেকগুলি ভুভাগ, ইংরাজসাম্রাজ্য ভুক্ত হয়। এই কৃতকাৰ্য্যতার জষ্ট