পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ অধ্যায়। १२१ স্বস্ব প্রাধান্য ও স্বাতন্ত্র্য-রক্ষার জন্য মরিয়া হইয়া উঠিলেন। নন্দকুমারের \ব্যাপার লইয়াই কেলিন ও কোর্টের মধ্যে এই বিবাদটা যেন কিছু বেশী अन्तु इश्ला ७र्छ। अिहे cोध्नौज्ञ शानाशागिरनाब नभत्र्यौरे, नकश्याब्र সুপ্রীমকোর্টের করাল চক্রনেমিপৃষ্ট হইয়া ইহলোক হইতে অপহৃত হন। ১৭৮০ খ্ৰীঃ অব পর্য্যন্তও কৌন্সিল ও সুপ্রীমকোর্টের ক্ষমতা লইয়া এই বিবাদ মেটে নাই। শেষ হেষ্টিংস এই ব্যাপারটর চূড়ান্ত নিপত্তির জন্য, ইম্পিকে সদয় দেওয়ানী-আদালতের অতিরিক্ত চাকরী বা জঙ্গীয়তী পদ প্রদান করিলেন। ইহার বেতন মাসিক পাচ হাজার টাকা। এইবার ইম্পির ডবল চাকরী হইল। একদফা সুপ্রীমকোটের চিফ-জষ্টসগিরি, অন্য দফা সদর-দেওয়ানী-আদালতের জঙ্গীয়তী। ইম্পি, হেষ্টিংসের খাতিরে এই পদ গ্রহণ করিয়াছিলেন বটে, তিস্তু তাহাতে তিনি বড় একটা সম্ভষ্ট ছিলেন না x ইম্পির প্রধান শক্র ছিলেন, কৌন্সিলের অন্যতম সদস্য স্যর ফিলিপ ফ্রান্সিস সাহেব। ফ্রান্সিস, বিলাতে গিয়াও ইম্পির প্রতিযোগিতা করিতে ছাড়েন নাই। দুই বৎসরকাল ইম্পি সদর-দেওয়ানীর জঙ্গীয়তীর এই অতিরিক্ত চাকরী করিয়াছিলেন। এই ব্যাপার লইয়া সম্ভবতঃ ফ্রাদিসের প্ররোচনাতেই বিলাতের লর্ড-চ্যান্সেলার, ভবিষ্যতে একটা মহা হুলস্থুল উপস্থিত করেন। ইহার ফলে ইম্পিকে চাকরী ছাড়িতে হয়, তৎপরে তিনি কৰ্ম্মত্যাগ করিয়া বিলাতত্বাত্রা করেন। ১৭৮৩ খৃঃ অক্ষের ১৬ই নবেম্বর পর্য্যস্ত তিনি কলিকাতার সুপ্রীমকোটে বসিয়াছিলেন । ইহার পর বৎসর জুন মাসে তিনি বিলাতে পৌছান। র্তাহার জীবনের শেষ অবস্থাটা, তাহার প্ৰিয়বন্ধু হেষ্টিংসের মত দুঃখেই কাটিয়াছিল। ইম্পির वभाग, सूचौशाकांtर्फे छूशेफ़ैौ राफ़ वज़ cभांककथा श्हेबांश्णि। थकन्नै মহারাজ নন্দকুমারের নামে জাল-মোকদম-ও অপরটা “পাটনাকজ” বলিয়া পরিচিত। ১৭৮৭ খৃঃ অঙ্গে সার গিলবাট ইলিয়াট (পরে লর্ড মিন্টে ) হাউস অব কমন্সের নিকট, ইম্পিকে “ইমপিচ” বা অভিযুক্ত করিবার প্রস্তাব করেন। এজন্য একটা কমিটী স্থাপিত হইয়া ইম্পির বিরুদ্ধে সাক্ষাদি পর্য্যন্ত গৃহীত হয়। অনেক সন্ত্রাস্তব্যক্তি এই

  • The Sudder Dewani Adalat is placed under my management. It will be no agreeable thing to me but as it was the Governor's act, I am contented (Impey's letter to Barwell. ) 27-1-1781.