পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२४* কলিকাতা সেকালের ও একালের । মোকদ্দামায় সাক্ষী দিয়া গিয়াছিলেন। মিঃ টমাস ফারার, যিনি নন্দকুমারের কৌন্সলী ছিলেন, তিনিও ইম্পির বিরুদ্ধে সাক্ষ্য দেন। ১৯৮৮ খৃ: অব্দের ৪ঠা ফেব্রুয়ারি তারিখে, ইম্পি হাউস-অব-কমন্সের সম্মুখে আত্মপক্ষ সমর্থন জন্য নিজেই বক্তৃতা আরম্ভ করেন । এরূপ তেজগঞ্জ বক্তৃত। আর কেহ কখনও শোনে নাই। কি আইনের কুটতর্কে, কি ভাষার ইশ্রজালে, ইম্পি সকলকেই স্তম্ভিত করিয়া দেন। ইহার ফলে, হাউস-অব-কমন্স তাহাদের অভিযোগ প্রত্যাহার করেন । ইপিও গৌরবের সহিত অভিযোগ হইতে অব্যাহতি পান।* দোষ ও গুণ লইয়া মানুষ । তা মুর্থই বা কি পণ্ডিতই বা কি ? ইম্পির দোষ গুণ দুই ছিল । ননীকুমারের মোকদ্দাম যে Fair-trial হয় নাই— এই লইয়া সেই সময়ে ও বর্তমানকালে অনেক আলোচনা হইয়া গিয়াছে। লর্ড মেকলে, ইম্পিকে—“নররাক্ষস” প্রভূতি অভিধানে অভিহিত করিয়া গিয়াছেন। আবার অন্তপক্ষে বিলাতের প্রসিদ্ধ আইনজ্ঞ লর্ড ম্যান্সফিল্ড, স্যর হেনরি মেইন, ব্লাকষ্টোন প্রভৃতি আইনজ্ঞ মনীষিগণ নন্দকুমারের মোকদামা ব্যাপারে, প্রথমে ইম্পির সম্বন্ধে বিরুদ্ধ মতপোষণ করিলেও, পরে মোকদামার সমস্ত কাগজপত্র পড়িয়া, ইম্পিকে পক্ষপাতিত্বের অভিযোগ হইতে অব্যাহতি দিয়াছেন। অধুনাতম কালে স্যর জেমস্ ষ্টিফেন, তাহার story of Nuncomer and Impey atar ista r. Itfaštva: ayta, štata পক্ষ সমর্থন করিয়াছেন। এবং অন্যপক্ষে বঙ্গের সুদক্ষ সিবিলিয়ান, ইতিহাস-তত্বজ্ঞ, মহাত্মা বেভারিজ, স্যর জেমসের ভ্রমপ্রমাদ সমূহ স্পষ্টভাবে cnsi: firri Trial of Maharaja NundaKumar xfi : :{{R& গবেষণাপূর্ণ পুস্তক লিখিয়াছেন। এই দুইখানি পুস্তক পাঠ করিলে স্বপণ্ডিত পাঠক, ইম্পিচরিত্রের গভীর রহস্য অবগত হইবেন। যাহা হউক-ইম্পি এ দেশ হইতে যাইবার সময়, আম্মিনিয়ান, হিলু, ইংরাজ, সকল সম্প্রদায়ের স্বাক্ষরিত এক অভিনন্দনপত্র পাইয়াছিলেন । ইংরাজ সম্প্রদায় যে অভিনন্দন দিয়াছিলেন, তাহাতে প্রথম স্বাক্ষরকারী মিঃ ম্যাক্রেী। এই ম্যাক্ৰেী সাহেব-সেকালের কলিকাতার জেলের বড় কর্তা ছিলেন। নলকুমার তাহারই হেপাজতে কলিকাতার কারাগারে থাকেন।

  • এই বক্ততা ও মুক্তির পর, বিলাতের ওদানীন্তন আইনজ্ঞ পণ্ডিত, লর্ড ম্যান্সফিল্ড *for so won offiti won—“So Sir Elizah you have passed safe over the coals." Impey's Memoirs. P. 295.