পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩২ কলিকাতা সেকালের ও একালের । ১৭৪৬ খ্ৰীঃ অব্দে, সার উইলিয়ামের জন্ম হয় । তিনি ইংরাজ নহেন, ওয়েলস্ দেশ তাছার জন্মস্থান। কিন্তু তিনি শিক্ষা-দীক্ষায় আচার-ব্যবহারে জগতের গৰ্ব্বস্বরূপ । তাহার পিতা একজন সুদক্ষ গণিতবিৎ এবং স্বনামখ্যাত বৈজ্ঞানিক নিউটনের ছাত্র ও বন্ধু। কলেজের পাঠ শেষ করিয়া, জোন্স সাহেব ভ্রমণে বাহির হন । ১৭৮২ খ্ৰী: অব্দে কয়েক মাস তিনি পারিসে বাস করেন। ঘটনাক্রমে ফ্রান্সের অধিপতির দরবারে, তিনি সম্রাটের সহিত পরিচিত হন। জোন্সের সহিত ফরাসী-সম্রাটের নানাবিষয়িণী কথোপকথন হয়। জোন্স, রাজ সভ্য হইতে বিদায় প্রাপ্ত হইলে, সম্রাট র্তাহার একজন প্রিয় সদস্যকে লক্ষ্য করিয়া বলেন—“এ যুবকের পাণ্ডিত্য অতুলনীয়। আমার অপেক্ষাও দেখিতেছি ইনি আমার মাতৃভাষায় দক্ষ।” সভাসদ বিনয়ের সহিত উত্তর করিলেন—“সম্রাট! আপনার অনুমানই ঠিক। লোকটা অতি অদ্ভুত শক্তিশালী। তবে জগতের সকল ভাষাই উনি জানেন বটে, কিন্তু নিজের দেশের ভাষা অর্থাৎ “ওয়েল্স” ভাষা জানেন না।” ১৭৮৩ খ্ৰীঃ অব্দে স্যর উইলিয়ম জোন্স, বাঙ্গালার সুপ্রীমকোর্টের একজন পিউনী-জজরূপে নিযুক্ত হইয়া আইসেন। ইহার পূৰ্ব্বে বিলাতে তিনি Law of Bailments বলিয়া একখানি গবেষণাময় আইনগ্রন্থ প্রচার করেন। ইহাতে র্তাহার নাম ও যশ বাড়িয়া যায়। এদেশে আসিবার পর জোন্স, এসিয়াটিক-সোসাইটর মধ্যে সঞ্জীবনী শক্তি প্রতিষ্ঠা করেন ও ইহার সভাপতি পদে বরিত হন । এই সময় হইতে ইনি সংস্কৃত ও আরবী পারসী পড়িতে আরম্ভ করেন। ১৭৮৮ খৃঃ অব্দে, তিনি Digest of Hindu and Mohamedan Law ato orgas fifts airs on কিন্তু তিনি এ পুস্তক শেষ করিয়া যাইতে পারেন নাই। ইহার পরই তিনি মহুসংহিতার ইংরাজী অনুবাদ আরম্ভ করেন। ১৭৯৪ খৃঃ অৰে তাহার মৃত্যুর কয়েক মাস পূর্বে ইহা প্রকাশিত হয় । উক্ত বৎসরের ২৭এ এপ্রিল র্তাহার মৃত্যু ঘটে। - স্বপ্রমকোটের সমস্ত জজগণের বিস্তারিত বিবরণ দিতে গেলে আমাদের স্থানে কুলাইবে না । সুপ্রীমকোটের পর হাইকোট প্রতিষ্ঠা হয়।

  • স্বপ্রসিদ্ধ ডাক্তার কোলক্ৰক পরিশেৰে ইহ সম্পূর্ণ করিয়৷ ১৮•• খঃ আৰ

Digest of Hindu Law বলিয়া বাহির করেন। আইন ব্যবসায়ীদের পক্ষে ইহা একখানি উপাদেয় গ্রেন্থ ।