পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8o কলিকাতা সেকালের ও একালের । কয়েকজন। অপরাধী একটী পাত্রে করিয়া ভাত খাইতেছে, আর সিপাহির তরোয়াল খুলিয়া তাহার নিকটে দাড়াইয়া পাহারা দিতেছে। একজন বাঙ্গালী কেরাণী কাগজ-কলম লইয়। সে স্থানে উপস্থিত। ফালির সময়ে সমস্ত ঘটনা লিপিবদ্ধ করিয়া গবর্ণমেণ্টে রিপোট-পাঠাইবার জন্যই, কেরাণীবাবুকে সেখানে উপস্থিত রাখা হইয়াছে। জেলার বা কারাধ্যক্ষ একজন মুসলমান। তিনিও কেরাণীর কাছে দাড়াইয়া ছিলেন। একজন সাহেব এসিষ্ট্যাণ্ট-ম্যাজিষ্ট্রেটও সেখানে উপস্থিত। সাহেব ম্যাজিষ্ট্রেট জেলারকে জিজ্ঞাসা করিলেন, “সব প্রস্তুত ত ?” জেলার বলিল—“হঁ জনাব। তবে লোকটার এখনও খাওয়া শেষ হয় নাই।” সেই অপরাধী একথা শুনিতে পাইয়া বলিল –“অfর এক মিনিট অপেক্ষা করুন সাহেব । এই কটা ভাত আমি এখনই থাইয়া লইতেছি।” এই বলিয়া সে তাতক’ট খাইয়া লইল। একটা টিনের পাত্রে দুধ ছিল তাহাও চুমুক দিয়া খাইল । ম্যাজিষ্ট্রেট তাহাকে বলিলেন—“অপরাধী! তোমার কিছু বলিবার আছে ?” এই কথা শুনিয়া লোকটী সত্য মিথ্যা, অনেকগুলা কথা একবারে বলিয়া ফেলিল। কেরাণী তাহা টুকিয়া লইলেন। তার পর উপযুক্ত সময়ে ম্যাজিষ্ট্রেট সাহেব হস্তেঙ্গিতে বলিলেন—“এইবার লটকাইয়া দাও।” এই আদেশ পাইবামাত্রই, লোকটাকে বধমঞ্চে উঠান হইল ও তাহার গলায় ফাস পড়িল ।*> A- র সংবাদ-পত্ৰাদি । ১৭৮৯ খ্ৰীষ্টাব্দ হইতে অর্থাৎ গবর্ণর জেনারেল ওয়ারেণ হেষ্টিংসের আমল হইতে আরম্ভ করিয়া, পরবর্তী কালের ইংরাজী সংবাদপত্রগুলির কথা আমরা প্রথমে বলিব । ১৭৭৪ খৃঃ অব্দে “ইণ্ডিয়া-গেজেট”_নাম দিয়া এক ইংরাজি সংবাদপত্র বাহির হয়। এ সংবাদপত্রের প্রচার, মহারাজ নন্দকুমারের সমসময়ের। কিন্তু ইহা সরকারী সংবাদ পত্র বই আর কিছুই ছিল না— তবে অনেক এদেশীসংবাদ ও বিলাতী খবর, সরকারী আদেশ ও ইস্তাহার সমূহ পাশাপাশি হইয়া ইহাতে ছাপা হইত। > এ৭৮ খ্ৰীঃ অৰে, অর্থাৎ নন্দকুমারের ফঁাসির পাঁচ বৎসর পরে “হিকিজ গেজেট” বা "বেঙ্গল-গেজেট” বলিয়া এক ইংরাজি সংবাদপত্ৰ বাহির হয়। হিকি সাহেব এই কাগজের সম্পাদক ছিলেন। তিনি

  • Lang's Wanderings-Good Old days of Honble John Company.