পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োবিংশ অধ্যায়। Գ6 ծ sm ১৮২৫ খৃঃ অব্দে বাঙ্গলা ভাষায় প্রথম পঞ্জিকা প্রচারিত হয়। প্রচার স্থান অগ্রদ্বীপ। এই স্থানে বাঙ্গালীদিগের পরিচালিত একটা ছাপাখানা প্রথম স্থাপিত হওয়ায়, পঞ্জিক। এই ছাপাখান হইতেই বাহির হইয়াছিল। এই সময়ে (১৮২১ খৃঃ অন্ধ ) চন্দ্রিক ও কৌমুদী নামে দুইখানি প্রতিদ্বন্দী সংবাদপত্র বাহির হয়। চন্ত্রিক হিন্দুধর্মের মুখপত্র ছিল। ইহার ক্রিয়াশক্তি লোপ করিবার জন্য, রাজা রামমোহন রায় ১৮২৩ খৃঃ অকে কৌমুদী বাহির করেন। ১৮২৯ খৃঃ অন্ধে “বঙ্গদূতের” জন্ম হয়। মিঃ আর, মার্টিন, প্রিল দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, রাজা রামমোহন রায় প্রভৃতির সমবেত চেষ্টায় এই কাগজথানির প্রাণপ্রতিষ্ঠা হইয়াছিল। ১৭৯২ খৃঃ অন্ধে মহাকবি কালিদাসের "ঋতুসংহারের" ইংরাজী অনুবাদ প্রকাশিত হয়। মূল্য—প্রতি থও দশ টাকা । ১৮২৭ খ্ৰীঃ অব্দে “সামসুল-অক্বার” নামে একখানি পারসী পত্রিকার প্রচার হয়। বলা বাহুল্য এ কাগজখানি তৎকালীন মুসলমান-সমাজের নিকট কোনরূপ উৎসাহ না পাওয়ায় ইহার অকালমৃত্যু হইয়াছিল। ১৮১৩ খ্ৰীঃ অন্ধে পণ্ডিতপ্রবর এচ, এচ, উইলসন সাহেব-কালিদাসের "মেঘদূতের" ইংরাজী অনুবাদ Cloud Messenger প্রকাশ করেন। সমগ্র পুস্তকের মূল্য ১৬ সিঙ্ক টাকা। ১৮২১ খ্ৰীঃ অব্দের ৩১ এ মে গবর্ণমেণ্ট-গেজেটে প্রকাশিত একটী বিজ্ঞাপন হইতে "মধুসূদন মুখার্জির ওরিএন্টাল লাইব্রেরী” বলিয়া একটা পুস্তকালয়ের নাম পাওয়া যায়। সম্ভবতঃ সেকালের কলিকাতায় উক্ত মুখোপাধ্যায় মহাশয়ই প্রথম ইংরাজী পুস্তক-বিক্রেতা। র্তাহার দোকান বর্তমান লালদীঘির নিকট, সেন্ট এন্‌ড়, গির্জার কাছে ছিল। | সেকালের কলিকাতার উন্নতির জন্ত, যে সমস্ত বড় বড় ঘর বাড়ী তৈয়ারি ইইয়াছিল—সবই লটারি-কমিটির সহায়তায় নিৰ্ম্মিত। এই লটাগ্নি-কমিটির সতি গবৰ্ণমেণ্টের প্রথম প্রথম যথেষ্ট সহানুভূতি ছিল। প্রাচীন-কলিকাতার উন্নতির ইতিহাসের সহিত এই লটারি-কমিটির নাম ওতপ্রোতভাবে বিজড়িত। আমরা বর্তমানে এই লটারি-কমিটির সম্বন্ধে দুই চারি কথ। * Strange that for almost every laudable Charitable scientific or

cational project lotteries were considered the Sine Qua Non in those “): The Good Old days of Hon'ble John Company Vol II.