পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৫২ কলিকাতা সেকালের ও একালের । বলিব। বিলাতেও এই সময়ে একটা লটারির বাতিক জাগিয়া উঠিয়াছিল। সেই ব্যাধি ক্রমশঃ এদেশে সংক্রামিত হইয় পড়ে। ওয়ারেণ হেষ্টিংসের আমলের শেষভাগে, এই লটারি-কমিটির ক্রিয়াশক্তি অতি প্রবল হইয়া উঠে। ধরিতে গেলে ১৭৮৪ খ্ৰীঃ অদ হইতেই, কলিকাতায় ইহার কার্ষ্য আরম্ভ হয়। - ১৭৮৯ খ্ৰীঃ অন্ধে কলিকাতার “এক্সচেঞ্জ” গৃহ প্রথম স্থাপিত হয়। এই গৃহ-নিৰ্মাণ সম্বন্ধে, সমস্ত খরচা লটারি দ্বারা উঠিয়াছিল। এই লটারির টিকিট ছোট বড় সকলেই কিনিতেন । এমন কি পাদরী সাহেবের পর্ঘ্যশু বাদ যাইতেন না। ১৭৯২ খ্ৰীঃ অব্দে কলিকাতার একটী সাধারণ, সমিতিগৃহ—নিৰ্ম্মাণের জন্য লটারি করা হয়। ইহাই ভবিষ্যৎ টাউন-হলের পূৰ্ব্ব সুচনা। এই লটারিতে পাচ হাজার টিকিট বিক্রয় হয়। টিকিটের মূল্য ৬০ সিঙ্ক টাকা । ইহার মধ্যে ১৩৩১টী প্রাইজ ছিল—বাকী সব ব্ল্যাঙ্ক । নামজাদ চিত্রকরগণের নানাবিধ, বহুমূল্য অয়েল-পেণ্টিং, র্কাচের জিনিস, উৎকৃষ্ট মদিরা, সেখীন দ্রব্য ও পুস্তকাদি এই সময়ে বিলাত হইতে জাহাজে করিয়া এদেশে আসিত। লটারিতে এই সমস্ত জিনিস, টিকিট করিয়া বিক্রয় হইত। এক একজন লোভের বশে একাধিক টিকিট ক্রয় করিতেন। যাহাদের ভাগ্যে কোন জিনিস উঠিত, তাহারা টিকিটের দামের অপেক্ষ মূল্যবান জিনিস পাইতেন । এইজন্ত এই সমস্ত লটারির গ্রাহক সংখ্যা খুব বেশী ছিল। সময়ে সময়ে লাখ টাকারও টিকিট বিক্রয় ! হইয়া যাইত। . বর্তমান টাউনহল নিৰ্ম্মাণের জন্ত ১৮•৫ খ্ৰীঃ অৰে এক লটারি হয়। । đề v#fR fRafzica c**i fẽ*-“Under the sanction and ị patronage of His Excellency the Most Hon’ble the Governor . General in Council", অর্থাৎ সকৌন্সিল গবৰ্ণর জেনারেল বাহাদুরের সম্মতিক্রমে এই লটারি খোলা হইতেছে।” এই লটারির টিকিটের মূল্য : পাচ লক্ষ টাকা। ইহাতে এক হাজার প্রাইজ ও চারি হাজার Blank বা ' শূন্ত ছিল। কিন্তু টাউনহল নিৰ্ম্মাণের প্রয়োজনীয় অর্থ প্রথমবারে সংগৃহীত না হওয়ায়, কৰ্ম্মকৰ্ত্তারা, যতদিন পৰ্য্যন্ত না পুরাদপ্তর টাকা জোগাড় হয়, তজন্ত কয়েক বৎসর ধরিয়া উপরিউপরি কয়েকটা লটারি করিয়াছিলেন। চতুর্থ বারের “টাউনহল" লটারিতে, ছয়লক্ষ ষাট হাজার টাকার প্রাইজ