পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায় । ৭৬৩ আসিতে হইলে দলবদ্ধ না হইয়া আসিত না । এই স্থানে গবর্ণর ভান্সিটাটের বাগান-বাট ছিল । ( ১৭৬০–৬৪ খৃঃ অব ) ইম্পির আমলে এই পার্ক, পূৰ্ব্ব পশ্চিমে বর্তমান রসেল ষ্ট্ৰীট হইতে ক্যামাকু স্ট্রীট পর্য্যন্ত বিস্তৃত ছিল। এই পার্ক ষ্ট্রীটের সর্বাপেক্ষ সুবৃহৎ বাটিটী (৬নং ) সুবিখ্যাত ব্যারিষ্টার মিঃ ডব্লু, সি, ব্যানার্জির আবাস ভবন ছিল । ইহার পূৰ্ব্বে, বঙ্গদেশের লেপ্টেনাণ্ট-গবর্ণর স্যর জন পিটার গ্রান্ট ( ১৮৫৯-৬২ খ্ৰীঃ অব্দ ) এই বাটীতে বাস করিতেন। বঙ্গের ছোটলাটদিগের ব্যবহারের জন্ত, গ্রান্ট সাহেব এই ৬নং এর বাড়ীট গবর্ণমেণ্টকে ক্রয় করাইবার জন্য বিশেষ চেষ্টা করিয়াছিলেন । কিন্তু নানা কারণে গবর্ণমেণ্ট তাহতে অমত করেন । পরিশেষে বেলভেডিয়ার-ভবনেই বঙ্গ-বিহার-উড়িষ্যার ছোট-লাটদের বাসভবন নিৰ্দ্ধারিত হয়। - ৫ নং পার্ক ষ্ট্রীটের বাটতে, এসিয়াটিক সোসাইট গৃহ বর্তমান । ১৭৮৪ খ, অব্দের ১৮ই জানুয়ারি, এই সোসাইটর প্রাণ-প্রতিষ্ঠা হয় । তৎকালীন গবর্ণর জেনেরেল স্বনামখ্যাত ওয়ারেণ-হেষ্টিংস সাহেব, ইঙ্গর প্রধান মুরুব্বি বা পেট্রণ, এবং স্বনামখ্যাত স্যর উইলিয়াম জোন্স ইহার প্রথম প্রেসিডেন্ট। প্রাচীন ভারতের লুপ্ত প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক ঘটনাদির উদ্ধারই, এই সোসাইটর মুখ্য উদ্দেশ্য। বৰ্ত্তমানে, প্রাণী তত্ত্ব, উদ্ভিদতত্ত্ব, জীবজন্তু-তত্ত্ব, ভারতের প্রাচীন স্থাপত্যশিল্প, প্রভৃতি নানা বিষয়ের গবেষণাময় আলোচনা এখানে হয় । দেশের বড় বড় লোক, নামজাদা পদস্থ ইংরাজ ও বাঙ্গালী এই সভার সদস্য ও অলঙ্কার স্বরূপ। এই সোসাইট ধরিতে গেলে, ভারতের প্রাচীন ইতিহাস উদ্ধারের যথেষ্ট সহায়তা করিয়াছেন। লাট-সাহেবগণ, সাধারণতঃ এই সভার প্রেসিডেন্ট বা সভাপতি হন। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলারগণও কখন কখন সভাপতিত্ব করিয়া থাকেন । পুরাকালে পরলোকগত সুপ্রসিদ্ধ পণ্ডিত ডাক্তার রাজেন্দ্রলাল মিত্র, এই বিদ্বৎ-সমিতির অলঙ্কার স্বরূপ ছিলেন । বৰ্ত্তমান যুগে, জষ্টিস স্যর আশুতোষ মুখোপাধ্যায়, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় সতীশচন্দ্র বিদ্যাভূষণ, সুপণ্ডিত শরৎচন্দ্র দাস প্রাচ্য-বিদ্যার্ণব নগেন্দ্রনাথ বসু প্রভৃতি মনীষিগণ এই সভার সদস্য। ইহঁদের দ্বারা অনেক নূতন ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ব-বিষয়িণী তথ্য আবিষ্কৃত হইয়াছে। পুরাকালে স্যর উইলিয়াম জোন্স, কোলক্ৰক, উইলকিন্স, ডেভিস, এচ, এচ, উইলসন, জেমস প্রিন্সেপস্, হজসন, মিল,