পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। ৭৬৫ জিরে ইতিহাস নামধেয় স্ববৃহৎ সুচিত্রিত পুস্তক, সাজাহানের রাজত্বকালে {ঙ্গরই আদেশে লিখিত হয় । ইহাতে সাজাহান বাদসাহের স্বাক্ষর রছে। এই প্রাচীন বাদসাহী-গ্রন্থগুলি, এখন এসিয়াটক-সোসাইটর পত্তি। সোসাইট, ভিক্টোরিয়া-মেমোরিয়াল হলের জন্য, গবর্ণমেণ্টকে এগুলি প্রদান করিয়াছেন। পাঠক ইচ্ছা করিলে, বেলভেডিয়ার রাজসাসাদে গিয়া এগুলি দেখিয়া আসিতে পারেন। ফোর্ট-উইলিয়াম কলেজে অনেক প্রাচীন সংস্কৃত, আরবী ও পারসী পুস্তকের হস্তলিখিত দুষ্প্রাপ্য পুথি ছিল। উক্ত কলেজ উঠিয়া গেলে, গবর্ণমেণ্ট সেই দুষ্পাপ্য র গুলি, এসিয়াটিক সোসাইটকে প্রদান করেন । কলিকাতার এসিয়াটিক সোসাইটর পুস্তকাগার একট দর্শনীয় পদার্থ। ইহা অতীত যুগ হইতে, ধর্মানকাল পর্যাস্ত, মহাপণ্ডিতগণের গবেষণা মন্দির এবং ওয়ারেণ হেষ্টিংস ৫ সাের উইলিয়ম জোন্সের জীবন্ত কীৰ্ত্তিস্তম্ভ । পার্ক ষ্ট্রটের পাশ্ববর্তী, বর্তমান সেণ্টজেভিয়ার কলেজের সহিত প্রাচীন কালের একটু সম্বন্ধ আছে। আগে এই বাড়ীতে “Sans souci” থিয়েটার ছিল । সেণ্টজেভিয়ার কলেজের প্রবেশ পথে যে বড় বড় সিড়িগুলি আজও বর্তমান, তাহা উক্ত “সৰ্ণ-মুশী” থিয়েটারের সিডি। এই থিয়েটারের সহিত অতীত কালের একটা শোচনীয় ঘটনার স্মৃতি বিজড়িত। মিসেস্ এস্থার লিচ, নামক এক যুবতী ইংরাজ-মহিলা, এই থিয়েটারের একজন নামজাদা অভিনেত্রী ছিলেন । ১৮৩৯ খৃঃ অবো থিয়েটার রোডের পূর্বকথিত থিয়েটারটা অগ্নিদগ্ধ হইয়া ধ্বংস হইলে, পার্ক ষ্ট্রটে এই “স-মুশী” থিয়েটারের প্রাণপ্রতিষ্ঠা হয়। ইংলিশম্যান পত্রিকার তৎকালীন সম্পাদক ষ্টকেলার সাহেব, এই মিসেস, লিচুকে পূরোবন্তী করিয়া একটী থিয়েটার খুলিবার চেষ্টা করেন। তজ্জন্ত অনেক টাক চাদাও সংগৃহীত হয়। ভারতবর্যের তৎকালীন গবর্ণর জেনারেল, লর্ড অক্ল্যাণ্ড, এই থিয়েটার প্রতিষ্ঠার জন্ত, এক হাজার টাকা চাদা দেন । ১৮৪৭ খু: অব্দে এই থিয়েটার নিৰ্ম্মাণ কাৰ্য্য শেষ হয়। ১৮৪১ খ্ৰীঃ অদ হইতে অভিনয় আরম্ভ হয় । প্রথম অভিনয় রাত্রে গবর্ণর জেনারেল বাহাদুর স্বয়ং উপস্থিত ছিলেন। মিস, লিচ, এক অভিনয় রাত্রে তাহার ভূমিকা অভিনয় করিবার জন্য, “উইংসের" নিকট অপেক্ষ করিতেছিলেন। তখন কলিকাতায় কেরোদিন ল্যাম্প বা গ্যাসের প্রচলন ষ্টি নাই, থিয়েটারের ষ্টেজের ভিতর, তেলের আলো জলিত। এই w