পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Գե-Հ কলিকাতা সেকালের ও একালের । সমাধিভূমি বহুদিন ধরিয়া বর্তমান ছিল। এই সমাধিক্ষেত্র-গর্ভে, প্রাচীন কলিকাতার অনেক ইতিহাস-প্রসিদ্ধ ইংরাজের দেহাবশেষ মৃত্তিকা পরিণত হইয়াছে। ১৭৫৩ খ্ৰীঃ অব্দের উইলস্ সাহেবের ম্যাপে, এই পথটার অস্তিত্ব দেখিতে পাওয়া যায়। এই রাস্তার শেষ মুখ– যাহা বৰ্ত্তমানে হেষ্টিংস-ক্লটের সহিত সম্মিলিত, সেইস্থানে নবানের কলিকাতা আক্রমণের পূৰ্ব্বে একটী পুল ছিল। হেষ্টিংস ষ্ট্রীটের অধিকৃত স্থান দিয়া যে ক্রীকৃ বা খালটী গঙ্গার সহিত মিলিত হইয়াছিল—এই পুল সেই খালের উপর ছিল। ১৭৮৪ খৃঃ অরে উড সাহেব কলিকাতার যে নক্সা প্রস্তুত করেন, তাহীতে “চঃলেন”এর অস্তিত্ব দেখিতে পাওয়া যায়। এই পথের চার ও পাঁচ নম্বরের বাড়ী— যাহা সেকালে গঙ্গাতীরে ছিল, সেই বাড়ী ছুটতে পুরাতন টাকশাল-গৃহ ছিল। এখন সেই বাড়ী ভাঙ্গিয়া, প্রাসাদতুল্য বর্তমান ষ্ট্যাম্প ও ষ্টেসনারি অফিস নিৰ্ম্মিত হইয়াছে। 3 x x^ র-প্লট হেয়ার-স্ত্রীটের নাম, ইংরাজি বাঙ্গলা সংবাদপত্রের জন্য আজকাল খুব জাহির হইয়াছে। বাঙ্গলা-সংবাদপত্রের সম্পাদক মহাশয়েরা, প্রায়ই আমাদের “হেয়ার-স্ত্রীটের সহযোগী” বলিয়া অবাস্তর ভাবে, ইংলিসম্যানকে উল্লেখ করিয়া প্রবন্ধাদি লেখেন । এই হেয়ার-ট্রীটের পত্তন—লটারি কমিটার চেষ্টাতেই হইয়াছিল । বাঙ্গালীর অমায়িক বন্ধু—এদেশে বঙ্গবাসীর মধ্যে, উচ্চ শিক্ষার প্রথম প্ৰবৰ্ত্তক, মনস্বী ডেভিড হেয়ারের নামে এই পথটার নামকরণ হইয়াছে। এই পথ, হেয়ারস্থল, আর প্রেসিডেন্সি কালেজের ময়দানে তাহার শ্বেত প্রস্তরমূর্তি ও গোলদীঘিতে র্তাহার সমাধিস্তম্ভ, ডেভিড হেয়ারের পবিত্র স্মৃতি আজও জাগরূক করিয়া- রাখিয়াছে। এই চেয়ার-ীিটেই—ইংরাজের মুখপত্র ইংলিসম্যান পত্রিকার অফিস। এই হেয়ার-স্ত্রীটেই, ছোট-আদালত, র্যালিব্রাদাসের প্রাসাদতুল্য অফিস ইম্পিরিয়েল-লাইব্রেরী বা সাবেক মেটুকাফ-হল অবস্থিত। বর্তমান ছোট-আদালতের প্রবেশ পথ সেখানে, অর্থাৎ যে অংশটা বাকশাল ইটের দিকে—অতি পুরাকালে সেইস্থানে আর একটা বৃহৎ বাট ছিল। এই বাটীতে অতীতকালের কলিকাতার সর্বময় কৰ্ত্ত, প্রেসিডেন্ট বা গবর্ণর-সাহেব বাস করিতেন। প্রাচীন কলিকাতা-দুর্গের মধে”