পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ԳԵ-3 কলিকাতা সেকালের ও একালের । না । ইহার চারিদিকে কাঠের বেড়া দেওয়া । এই পুষ্করিণীতে সাধারণের স্নান করা নিষিদ্ধ।” ইংরাজাধিকারের প্রথম অমিলে, এই লালদীঘির সাধারণ নাম ছিল—Green before the Fort” সেই সময়ে গড়েরমা, চৌরঙ্গী ও এসপ্লানেড, ভীষণ জঙ্গলে পরিপূর্ণ ছিল। সাহেবদের বেড়াইবার উপযুক্ত কোন স্কোয়ার বা ময়দান ছিল না । এই জন্য এই ট্যাঙ্ক স্কোয়ারই, তখন ইডেন-গার্ডেনের কাজ করিত। ওয়ারেণ হেষ্টিংসের সময়ে, এই পুষ্করিণী বৃহদায়তনে পরিণত হয়-ইহার চারিরিকে পাহাড় বা “পাড়” বাধিয়া দেওয়া হয় । লালদীঘির মধ্যেই, আকবরী-আমলের লক্ষ্মীকান্ত মজুমদারের কাছার বাড়ী এবং—শু্যামরায়ের মন্দির ছিল । লক্ষ্মীকান্ত মজুমদারের পাকা কাছারী বাড়িটাই কলিকাতা প্রতিষ্ঠাতা জব চার্ণক, কোম্পানীর সেরেস্তা রাখিবার জন্য কিনিয়া লয়েন ( তামরায়ের দোল উপলক্ষে এই পুষ্করিণীর জল আবিরে লাল হইয়া যাইত _এইজন্য ইহার নাম “লালদীঘি হইয়াছে। श्थत्रिक कविख्ब्रज्ञाजनिनजझिबत्र त्रिडांश खन्जकिनि बनिो ७रुक्ष्म ফিরিঙ্গি, লক্ষ্মীকাস্তের কৰ্ম্মচারী ছিলেন। একবার কয়েকজন ইংরাজ ফ্যাক্টার, ঠাকুরবাড়ীর মধ্যে প্রবেশ করিতে চেষ্টা করায়, এই জন এণ্টনি তাহাদিগকে বাধা দেন। জব চার্ণক এই কথা শুনিয়া, সেই স্থানে আসিয়া এণ্টনিকে উত্তম করিয়া চাব কাইয়া দিয়াছিলেন। তখন কলিকাতার প্রাচীন দুর্গ নিৰ্ম্মিত হয় নাই । বর্তমান জেনারেল পোষ্ট-অফিস ও লালদীঘির মধ্যে “চার্শক-প্লেস " লর্ড কর্জন—কলিকাতা প্রতিষ্ঠাতা জব-চার্ণকের নাম চিরস্মরণীয় রাখিবার জন্য—এই স্থানটী “চার্ণক-প্লেস’ নামে অভিহিত করিয়া গিয়াছেন। ) বর্তমান লিয়ন্স-রেঞ্জের উত্তর পশ্চিম দিকে—যে বাটীতে আজকাল ফিনলে-মুর কোম্পানীর আপিস অবস্থিত, সেইস্থানে কলিকাতার প্রাচীন থিয়েটার-গৃহ ছিল। এই থিয়েটার-গৃহ ১৭৭৫ - হইতে ১৮৭৮ খৃঃ অদ পর্য্যস্ত বর্তমান ছিল। এই থিয়েটারের অভিনেতা ও অভিনেত্রীগণ কেবল সখের-অভিনয় করিতেন। এই থিয়েটারের মধ্যে, একটা প্রকাও বল-রুম ছিল । এইজন্য এই থিয়েটার-গৃহের একটু বিশেষত্ব আছে। থিয়েটারংলগ্ন বল-রূমে, সেকালে লট-সাহেবদের বলনাচ প্রভৃতি হইত। গবর্ণমেন্টহাউস বা লাটপ্রাসাদ তখন তৈয়ারি হয় নাই। লাট-সাহেবদের বর্ণ ষ্টেটু রিসেপ্তান ও ভোজ প্রভৃতি সবই এই থিয়েটার-গৃহেই হইত। এই সব