পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায় । Պե-Փ অনুষ্ঠানের সাধারণ বিজ্ঞাপন, আমরা ইতিপূৰ্ব্বে উজ্জত করিয়াছি। লর্ড কর্নওয়ালিস ও লর্ড ওয়েলেসলির সময় পৰ্য্যস্ত, ইহা গবর্নর-জেনারেলদের দরবার-গৃঙ্গরূপে ব্যবহৃত হইয়াছিল। ইহার পরই রাইটাস-বিল্ডিংস, এখনও এই স্ববৃহৎ প্রাসাদ-তুল্য টোট—বর্তমান। পূৰ্ব্বে ইহা ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর সেকালের “রাইটার” বা সিভিলিয়ানদের বাসের জন্য নিৰ্ম্মিত হইয়াছিল। তবে সে সময়ে ইহার বাহিক সৌষ্ঠব এরূপ গৌরবময় ছিল না। অধুনাতনকালে, এই সুবৃহৎ বাড়িট সম্পূর্ণ নূতনভাবে নিৰ্ম্মিত হইয়াছে। রাইটাস-বিল্ডিংসে, ইতিপূৰ্ব্বে বঙ্গদেশের লেফটেনাণ্ট-গবর্ণরদিগের সর্ববিভাগীয় কাৰ্য্যালয় সংস্থাপিত ছিল । এখন ইছ বঙ্গেশ্বর লর্ড কারমাইকেলের কার্য্যালয় হইয়াছে । এই বাড়ীর যে গৃহটী, ৰঙ্গদেশীয় ছোটলাটগণের মন্ত্রণাসভারূপে ব্যবহৃত হুইত, অর্থাৎ যে চূড়াময় গৃহটী বৰ্ত্তমানে হলওয়েল-স্মৃতিস্তম্ভের অতি সান্নিধ্যে, পূর্বে এই স্থানাধিকার করিয়া কলিকাতার প্রথম গির্জ,সেন্ট এনস চর্তু বর্তমান ছিল । ১৭৩১ খৃঃ অব্দে এই গির্জা নিৰ্ম্মিত হয়। ১৭৩৭ খ্ৰীঃ-অকের মহাঝড়ে, ইহার সুবৃহৎ চুড়াট ভাঙ্গিয়া পড়ে। ১৭৫৬ খৃঃ অন্ধে নবাব সেরাজউদ্দৌলা যখন কলিকাতা আক্রমণ করেন, সে সময়ে দুর্গ-রক্ষার ও যুদ্ধকার্য্যের সুবিধার জন্য, এই গির্জাট সমভূমি করিয়া ফেলা ३ । বর্তমান রাইটাস-বিল্ডিংসের পশ্চাতের পথটর নাম “লিয়ন্স-রেঞ্জ” । টমাস লিয়ন সাহেবের নাম হইতে এই পথটার নামকরণ হইয়াছে। ইনি পলাশী-আমলের লোক । সেরাজের আক্রমণ সময়ে, পুরাতন রাইটাস-বিল্ডিংসের অস্তিত্ব ছিল না। যুদ্ধকালে গোলাগুলি চালাইবার সুবিধার জন্য, এইস্থানে অন্যান্য যে সব বাড়ী ছিল, তাহা ভাজিয়া সমভূমি করা হয়। ক্লাইভ কর্তৃক কলিকাতার পুনরধিকারের পরও, বহুদিন পৰ্য্যন্ত এই সব জমী এবং ইহার পাশ্বস্থ ভূখণ্ড পতিত অবস্থায় থাকে। ১৭৭৬ খ্ৰীঃ-অন্ধে মিঃ লিয়ন, এই জনীখও পাট্টা করিয়া লয়েন । এই পাট্টা এখনও কলিকাতা-কালেক্টরীতে বর্তমান। লিয়ন সাহেব, এই জর্মী পাট্টা করিয়া ইয়া, ইহার উপর প্রাসাদতুল্য এক প্রকাণ্ড সৌধ নিৰ্মাণ করেন। প্রকৃত পক্ষে এ জমিগুলি, হেষ্টিংসের কৌন্সিলের অন্যতম সদস্য ও উছায় পৃষ্ঠপোষক বারওয়েল সাহেবেরই বেনামে গৃহীত। লিয়ন সাহেৰ কেবল বেনামদাররূপে তাহার হইয়া কাজ করিয়াছিলেন। কারণ ১৭৮৪ খৃঃ অঙ্গে సెఫి