পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। Գե-Գ দলের এই অদ্ভূত করারটাকে, প্রত্যাহার করা হয়। তাহার পর এই করার উপর বাড়ী নিৰ্ম্মিত হইয়াছিল। ১৮৩৩ খ্ৰীঃ অব্দে, অ্যালপোটকোং এই বাড়ী ভাড়া লয়েন। তৎপরে এই বাটীতে “বেঙ্গল-ক্লাব” স্থাপিত হয় । ১৮৩৬ খৃঃ আৰো, এই জমী ও বাট ৮২ হাজার টাকায় আবার বিক্রয় হয়। তৎপরে আরও দুই তিন হাত ফিরিবার পর, সার ওয়ান্টার ডিম্বজ নামক একজন ধনী ইউরেশীয়ান, এই বাটা এক লক্ষ আশি হাজার টাকায় কিনিয়া, পরিশেষে সাড়ে তিন লক্ষ টাকায়, ইহ। হস্তান্তর করেন। এই সময়ে জমীর দাম প্রায় ষাইটু গুণ বাড়িয়া উঠিয়াছিল। সৰ্ব্বশেষে এই বাড়ীতে নিউম্যান-কোম্পানীর বর্তমান কার্য্যালয় প্রতিষ্ঠিত হইয়াছে। বর্তমান ষ্টাণ্ডার্ড-বিল্ডিংএর পাশ্বে ও ভালহৌসী-ইনস্ষ্টিটিউটের সম্মুখের ক্ষুদ্র গলিটা ভাব্দিটার্ট-রো নামে বিখ্যাত। হলওয়েলের পর, ভান্সিটার্ট বাঙ্গালার গরণর হন। তিনি কলিকাতা-কেন্সিলের একজন জুনিয়ার সদস্য ছিলেন। লর্ড ক্লাইভের সুপারিসে, তিনি গবর্ণর পদ পান । এই ব্যাপার লইয়া, তাহার সহযোগীরা বিলাত পর্য্যস্ত লড়িয়াছিলেন। ভাঙ্গিটার্টের শাসনকালে—বঙ্গের শেষ নবাব, মীরকাসেমের অধঃপতন ঘটে। ১৭৬৩ খৃঃ অব্দে ইতিহাস-প্রসিদ্ধ পাটনার ভীষণ হত্যাকাণ্ড ঘটে। বিলাতে গিয়া ভান্সিটার্ট, পালর্ণমেণ্টে প্রবেশ করেন এবং ইষ্টইণ্ডিয়া কোম্পানীর একজন ডাইরেক্টাররূপে নিযুক্ত হন। ভান্সিটার্ট, আরবী ও পারসী ভাষা ভালরূপ জানিতেন। এদেশের লোককে তিনি বড়ই ভাল বাসিতেন। লালবাজার-স্ট্রীট । লালবাজারের কোণে, বর্তমান নর্টন-বিল্ডিংসের সম্মুখ হইতে, মিসন রে। পথট আরম্ভ হইয়া ম্যাঙ্গো-লেনে আসিয়া মিশিয়াছে। এখানে ষে গির্জাট আজও বর্তমান, তাহ ওয়ারেণ হেষ্টিংসের আমলে নিৰ্ম্মিত । জন্‌ জ্যাকরির কারণাঙার ১৭৭০ খ্ৰীঃ অব্দে এই গির্জা নিৰ্ম্মাণ করেন । ভবিষাতে তাহার দেনার দায়ে, এই গির্জাই “শীল” হইয়াছিল। গ্রীষ্টসলেনের পূর্বকথিত গ্রান্ট সাহেব, ইহা কিনির লয়েন। এই গির্জাট কলকাতার অতি পুরাতন গির্জা। এখন মিসন-রে ও ওল্ডকোর্ট-হাউস্ক্টটের মধ্যের ভূমিখণ্ডে—নিউম্যান কোং, করেন্সি আপিস, ওয়েষ্ট-এওগাচকোং, স্মিথ-ষ্টুনিস ট্রীট-কোং প্রভৃতির ষে বাড়ীগুলি বৰ্ত্তমান—১৭৫৬