পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

కసిరి কলিকাতা সেকালের ও একালের । পথের নামকরণ হইয়াছে। ইনি লর্ড ওয়েলেসলির আমলে বর্তমান ছিলেন। ফেয়ার্লি সাহেব, সেকালের গবর্ণমেন্টের পিল-খানার কন্টাক্টার ছিলেন। “হাতীর-খোরাক যোগান" একটা অসম্ভব ব্যাপার হইলেও, ইনি বেঙ্গলগবর্ণমেণ্টের সেনা-বিভাগে যে সকল হস্তী ও উষ্ট্র ছিল, তাহীদের খোরাক সরবরাহের কন্টাক্ট লইয়াছিলেন। বহুবার ইনি “গ্রাও-জুরীর” সদস্য হইয়াছিলেন। ফেয়ারলি গিলমার বলিয়া এক পুরাতন ইংরাজ সওদাগর) ফারমের, তিনি সিনিয়ার-পার্টনার বা অংশীদার ছিলেন। এই ফেয়ার্ণপ্লেসে, মিঃ কুটেন-ডেনের উদ্যান-বেষ্টিত বিস্তৃত আবাস-বাটা ছিল। নবাবের কলিকাত অবরোধের দ্বিতীয় রাত্রে, এই বাড়ী কণমানের গোলায় অগ্নিদগ্ধ হইয়া ধ্বংসমুখে পতিত হয়। ক্লাইভ-স্ট্রীটের একাংশ হইতে, ক্লাইভ-ঘাট-স্ট্রীট আরম্ভ হইয়াছে। ইহার পশ্চিমদিকে গঙ্গাতীরস্থ ঘাটট, পূর্বে “ব্লাইথস-ঘাট” বলিয়া পরিচিত ছিল। তখন গঙ্গাগৰ্ভ বর্তমান ষ্ট্রাগুরোডের স্থান অধিকার করিয়া ব্যাপ্ত ছিল। এই “ব্লাইখস্থ ঘাটের” চিহ্ন, উড, সাহেবের ১৭৮৪ খৃঃ অন্ধের ম্যাপে দেখিতে পাওয়া যায়। তৎপরে ইহা “ইস্মিথ-ঘাটকী-রাস্তা” বলিয়া এ দেশীয় লোকের নিকট পরিচিত ছিল । কাপ্তেন ম্যাথু স্মিথ, কোম্পানীর পোতবিভাগে চাকরী করিতেন। পরে ইনি চাকরী ছাড়িয়া দিয়া, হাবড়ায় একটা ডক নিৰ্ম্মাণ করেন। এই স্মিথের নাম হইতেই "স্মিথ-ঘাটকী-রাস্তা” নামকরণ হইয়াছিল। তাহার পরে, ইহা “ক্লাইভঘাট-ট্রট” বলিয়া পরিচিত হয়। ক্লাইভ ট্রীট ধরিয়া কিয়দুর অগ্রসর হইয়া, মেসাস আর, সি, গুপ্ত এণ্ড সন্সের সুবিখ্যাত ঔষধালয় পৰ্য্যন্ত গিয়া, আমাদের একবার বন্‌ফিল্ডের লেনে প্রবেশ করিতে হইবে। এই বনফিল্ড লেন পুরাকালে, একটা পুরাতন রাস্তা। ১৭৮৪ খ, অন্ধে উডের ম্যাপে ইহার স্থান চিহ্নিত আছে। এই গলিতে ওয়ারেণ হেষ্টিংসের আমলে, মিঃ বন্‌ফিল্ড বলিয়া একজন প্রসিদ্ধ নীলাম-ওয়াল বাস করিতেন। ওয়ারেণ হেষ্টিংসের ঋষড়াতে অনেক জমী জমা ছিল। ১৭৭৪ খৃঃ অব্দে ৫ই আগষ্ট তারিখে, সেকালের কলিকাতা গেজেটে, এই জমী নিলাম সম্বন্ধে নিম্নলিখিত বিজ্ঞাপনট প্রকাশ হইয়াছিল। “On Thursday the 2nd September next, will be sold by public outcry, by Mr Bonfield at his auction-room, if not before sold by private sale, that extensive piece of ground