পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

అసెఇ কলিকাতা সেকালের ও একালের । কলিকাতার সর্ববিধ হিতাঙ্গুষ্ঠানে যোগদান করিতেন। কলুটােলার জন্ম প্রাসাদতুল্য অট্টালিকা, এখনও তাহার কীৰ্ত্তি ঘোষণা করিতেছে। মল্লিক-ঘাট, এই ষ্ট্রীও-রোডের উপর। হাবড়া পুলের নিকট ইহা অৰস্থিত। বড়বাজারের মল্লিকবাবুরা, এই ঘাটটী নিৰ্ম্মাণ করিয়া দেন। নয়ান মল্লিকের পুত্র রামমোহন বাবু, সাধারণের স্বানের জন্য এই ঘাট প্রতিষ্ঠা করেন। নয়ান মল্লিক, পলাশীর আমলের লোক। নবাব কর্তৃক কলিকাত আক্রমণের পর, কলিকাতার অধিবাসিগণের ক্ষতিপূরণ জন্য, যে কমিশন বসে, নয়ান মল্লিক সেই কমিশনে ছিলেন। তিনিও ক্ষতিপূরণ স্বরূপ, ৪৩৯২২ টাকা দাবি করিয়াছিলেন। কিন্তু কোম্পানী-বাহাদুর ৫৯২২ টাকা মঞ্জুর করেন। লবণের ব্যবসায়ে ও জমী-জারাতের কাজে, নয়ান মল্পিক যথেষ্ট বিত্তসম্পন্ন হইয়া উঠেন। মৃত্যুকালে তিনি ক্রোর টাকা রাখিয়া যান । রাজা উদমস্ত ষ্ট্রীট। এই পথ বড়বাজারের মধ্যে । ক্লাইভ ষ্ট্রীট—হইতে আরম্ভ হইয়া ইহ বৰ্ত্তমান ট্রাণ্ড-রোডের সহিত মিলিত হইয়াছে। রাজা উদমস্ত সিংহ, ইতিহাসপ্রসিদ্ধ রাজা দেবী-সিংহের ভ্রাতুষ্পুত্র। ওয়ায়েণ হেষ্টিংসের আমলে, গঙ্গাগোবিন্দ সিংহ ও দেবী-সিংহ–নানা: কারণে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করিয়াছিলেন। ১৭৭৩ খ্ৰীষ্টাবো, মহারাজা দেবীসিংহ বাঙ্গালার দেওয়ানরূপে নিযুক্ত হন। উদমস্ত সিংহ, ব্যবসা-বাণিজ্য দ্বারা প্রচুর ধন সঞ্চয় করেন। তাহার অধীনে অনেক নগদী-সেনা ছিল। রেওয়া রাজার বিরুদ্ধে, গবর্ণমেণ্ট যে সময়ে অভিযান করেন, সেই সময়ে গবর্ণমেণ্ট কর্তৃক অনুরুদ্ধ হইয়া উদমস্ত সিংহ, কোম্পানীকে সেনা দিয়া সাহায্য করিয়াছিলেন। মুরশীদাবাদের নবাব-নাজিম আলিঙ্গার আমলে ১৮১০ হইতে >ર খ্ৰীঃ পৰ্য্যন্ত রাজা উদ্বমস্ত, দেওয়ানের কাজে নিযুক্ত ছিলেন। মুরশীদাবাদ নশীপুরের মহারাজা রণজিৎ সিংহ বাহাদুর এই বংশাবতংশ। বর্তমান নশীপুরাধিপতি বর্তমানকালের একজন বিষ্ঠোৎসাহী, সৰ্ব্ব সৎকর্থের পোষক ও লাটকৌন্সিলের মেম্বর এবং সৰ্ব্বজন-জানিত ব্যক্তি । হ্যারিসান রোড। হরিসাল-রোড কলিকাতার মধ্যে সৰ্ব্বাপেক্ষ গৌরববান। চৌম্বকীর।