পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৯৪ কলিকাতা সেকালের ও একালের । হইতেই, এই স্থানটা "হরিণবাড়ী" বলিয়া পরিচিত। সম্ভবতঃ কলিকাতার বনজঙ্গলময় অবস্থার সময়, এই স্থানে প্রচুর হরিণ দেথা যাইত। এই লেনট, উডের ম্যাপে (১৭৮৪ খ্ৰী: ) অঙ্কিত দেখা যায়। এই হরিণবাড়ীর সান্নিধ্যে সেকালের পুরাতন জেলখানা ছিল । বৰ্ত্তমান লালবাজার পুলিসকোর্টের নিকট, সেখানে বেন্টিঙ্ক-ষ্ট্রীট, বৌবাজার-স্ট্রীট, লালবাজার-স্ত্রী ও চিৎপুর-রোড আসিয়া একটা চৌমাথায় পরিণত হইয়াছে, পূৰ্ব্বে সেই স্থানে অপরাধীদিগকে ফাসী দেওয়া হইত। এখানে একটা poilry বা তুড়,ম-মঞ্চও স্থাপিত হইয়াছিল। এই তুড়ম-ওয়াল শাস্তির সম্বন্ধে, আমরা সুপ্রীমকোট প্রসঙ্গে অনেক কথা বলিয়াছি। সার্কিউলার রোড। সর্কিউলার রোডের বিস্তৃতি, কলিকাতার অন্যান্য রাজপথের অপেক্ষ খুব বেশী। শ্যামবাজারের মোড় হইতে আরম্ভ করিয়া, বরাবর ইহা চৌরঙ্গীর পাশ্ব দিয়া, ধরিতে গেলে একরূপ খিদিরপুর পুলের নীচে শেষ হইয়াছে। এই পথটার দেশী নাম “বাহার-ক-সড়কৃ” বা “বারসড়কৃ” । যে সময়ে কলিকাতা ও তদুপকণ্ঠবৰ্ত্তী স্থানসমুহের সীমানা, লর্ড কর্ণওরালিসের আমলে প্রথম বিঘোষিত হয়, সেই সময়ে ইহা সহর কলিকতা বাহিরের সীমা ছিল। এই প্রাসাদময়ী রাজধানীর মধ্যে, এই পথটি দীর্ঘতায় সৰ্ব্বাপেক্ষ বেশী। শ্যামবাজার হইতে বর্তমান লাটগির্জ পর্যন্ত, ইহার দূরত্ব তিন ক্রোশ। এই সার্কিউলার রোডের যে বাড়িটা এখন ১৫৪ নম্বর ৰলিয়া চিহ্নিত, সেই বাট স্বনামখ্যাত ইউরেশীয়ান কবি ও সুবিখ্যাত স্কুল-মাষ্টার ডিরোজিও সাহেবের বাটী। স্বৰ্গীয় রামগোপাল ঘোষ, বেভীরেও কৃষ্ণ বন্দ্যো: প্রভৃতি এই ডিরেজিওর ছাত্র। ডিরোজিও, তখনকণর নব্য-বাঙ্গালীর চক্ষে আদর্শ শিক্ষক রূপে পরিগণিত ছিলেন। ডিরোজিওর ছাত্রদের মধ্যে, ভবিষ্যতে অনেকেই বঙ্গমাতার মুখোম্বল করিয়াছিলেন । বোণ্টসূ-লেন। অনেক পাঠক হয়ত এ ক্ষুদ্র গলিটার অস্তিত্বই অবগত নহেন। রিপণ ইটের ঠিক বিপরীত দিকে এই গলিটা বর্তমান। এই বোল্টস, সাহেব কোম্পানীর জামলের একজন নামজাদ কৰ্ম্মচারী ছিলেন। তাহার