পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। b”o(? গোবিন্দরাম মিত্র পলাশী আমলে একজন খুব নামজাদ লোক ছিলেন। গুহার সম্বন্ধে পূৰ্ব্বে আমরা অনেক কথাই বলিয়াছি। কালীপ্রসাদ দত্তের ষ্ট্রট । এই কালীপ্রসাদ দত্তের পিতার নাম—চুড়ামণি দত্ত। কালীপ্রসাদের নামেই বৰ্ত্তমান রাস্তার নামকরণ হইয়াছে। মহারাজ নবকৃষ্ণ, তখন নূতন বড় মানুষ, আর চূড়ামণি র্তাহার পুৰ্ব্বের বড়লোক। উভয়েই স্ব স্ব দলস্থ ব্যক্তিগণের অধিনায়ক ছিলেন। নবকৃষ্ণের দলকে “রাজার-দল" বলিত। চূড়ামণি দত্তের প্রাদ্ধের সময়, একটা গোলমাল ঘটায় ও নবকৃষ্ণ র্তাহার দলস্থ কায়স্থগণকে সভাক্ষেত্রে যাইতে নিষেধ করায়, কালীপ্রসাদ,—বড়িশা-বেহালার তৎকালীন বিখ্যাত সাবর্ণ-চৌধুরী জমীদার সন্তোষরায়ের শরণাপন্ন হন। সন্তোমরায় স্বদলস্থ ব্রাহ্মণ ও কায়স্থগণকে লইয়া কালীপ্রসাদের বাটীতে উপস্থিত হইয়। এই মহাদায় হইতে তাহাকে উদ্ধার করেন। মহা বিপদ, তষ্টতে পরিত্রাণ পাইয়া কালীপ্রসাদ সন্তোষরায়ের সমভিব্যাহরি ব্রাহ্মণদের বিদায় ও পাথেয় জন্য অনেক টাকা দেন। কিন্তু এইরূপ দান লওয়া অকৰ্ত্তব্য বিবেচনায়, মহাত্মা সন্তোষরায় তাহা কালীঘাটের বর্তমান মন্দির নিৰ্ম্মাণার্থে দান করেন। নব্যভারতের লেখক প্রাণকৃষ্ণ বাবুও এই কিম্বদন্তীর কথ। উল্লেখ করিয়াছেন। কিন্তু এই গ্রন্থ লেখক, বড়িশার সাবর্ণচৌধুরীদের নিকট অনুসন্ধান করিয়া এ সম্বন্ধে বিশেষ তথ্য কোন কিছু জানিতে পারেন নাই । সুকিয়াস্ ষ্ট্রট। সুকিয়াস ষ্ট্রীটে, আজকাল অনেক ভদ্রলোকের বাস । এই রাস্তাটি কর্ণওয়ালীস ষ্ট্রীটের সংযোগস্থল হইতে আরম্ভ করিয়া, বরাবর সার্কিউলার রোডে গিয়া মিশিয়াছে। মুকিয়াস, প্রাচীন কলিকাতার একজন পুরাতন অধিবাসী । তিনি জাতিতে আৰ্ম্মিনিয়ান । বৈঠকখানাতে র্তাহার একটা বাগানবাটী ছিল । সুকিয়াস দান-খয়রাতে অনেক টাকা ব্যয় করেন। মুরগীঙ্গটায় “মুকিয়াস লেন” বলিয়া আর একট ক্ষুদ্র গলি, এখনও তাহার স্মৃতি রক্ষা করিতেছে । & বৃন্দাবন মল্লিকের লেন । বৃন্দাবন মল্লিকের লেন ৪ নং ওয়ার্ডে। এই বৃন্দাবন মল্পিক ষে কে, তৎসম্বন্ধে কোন কথা জানা যায় না। তবে এই গলির নামট, স্বগীয়