পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । سobسb করেন। এই প্রাসাদ-সংলগ্ন ভূমিতে এক স্ববৃহৎ চিড়িয়াখানা ছিল ও বৎসরের মধ্যে একদিন অর্থাৎ ১লা জানুয়ারী, তাহা সাধারণকে বিনাব্যয়ে দেখিতে দেওয়া হইত। কিন্তু রাজা রাজেন্দ্র মল্লিকের চিড়িয়াখানার দ্বার, চিরদিনই অবারিত। রাজেন্দ্র মল্লিকের অক্ষয়কীৰ্ত্তি—নিত্য সদাত্রত। এই কলিকাতা সহরে অনেক লক্ষপতি আছেন—কিন্তু এই রাজেন্দ্র মল্লিকু ও আর দুই একজন ভিন্ন এরূপ কীৰ্ত্তি অতি অল্পলোকেই রাথিয়া গিয়াছেন। আজও অক্ষুন্নভাবে ইহা চলিয়া আসিতেছে। যে মুক্তারাম বাবুর নামে এই পথের নামকরণ হইয়াছে—তাহার পুরা নাম বাবু মুক্তারাম দে। মুক্তারাম বাৰু বহুদিন ধরিয়া, সুপ্রীম-কোর্টের দেওয়ানী করিয়া আসিয়াছিলেন। ১৮৬২ খ্ৰী: অব্দের চাটার অনুসারে হাইকোর্ট প্রতিষ্ঠা হইলে—তিনি কৰ্ম্ম হইতে অবসর গ্রহণ করেন। ভীমঘোষের লেন । কর্ণওয়ালিস স্ট্রীট হইতে এই গলির আরম্ভ। ভীমঘোষের নামামুসারে ইহার নামকরণ হইয়াছে। ভীমঘোষ, সেকালের একজন বড় লোক ছিলেন। কিন্তু কৃপণ-স্বভাবের জন্ত তাহার একটা খারাপ নাম ডাক হইয়াছিল। লোকজনকে তিনি নিমন্ত্ৰণ করিয়া অল্প আহার দিতেন, ইহাই তাহার বদনামের কারণ। . . বিশ্বনাথ মতিলালের লেন । বহুবাজারের সান্নিধ্য হইতে, এই পুরাতন গলি আরম্ভ হইয়া বরাবর বিশ্বনাথ মতিলালের বাটীর দিকে গিয়াছে। মতিলালেরা শুদ্ধশ্রোত্রিয়। চারিমেল ইহাদের ঘরে বাধা । বিশ্বনাথ মতিলাল মহাশয়, এই মতিলাল-বংশের স্থাপয়িত। তাহার প্রাসাদতুল্য অট্টালিকা আজও এই গলিতে বর্তমান। বিশ্বনাথ মতিলাল, মাসিক আট টাকা বেতনে কোম্পানীর মুনের-গোলায় চাকরী আরম্ভ করেন এবং মৃত্যু সময়ে কম বেশ পনর লক্ষ টাকা নগদ রাখিয়া যান। বর্তমান বহুবাজার, তাহারই স্থাপিত। তাহার এক পুত্রবধূর নামে এই সম্পত্তি নির্দিষ্ট ছিল বলিয়া, ইহা “বহুবাজার” বা বৌবাজার আখ্যা পাইয়াছে। এই মতিলাল-বংশীয় এক কন্যাকে, মুপ্রসিদ্ধ বারিষ্টার মিঃ ডয়ু, সি, ব্যানার্জি বিবাহ করেন। মিসেস ব্যানাজ্জার গর্ভজাত মিঃ শেলি ব্যানার্জি এখন হাইকোটের