পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

V-25 о কলিকাতা সেকালের ও একালের । বনমালী সরকার জাতিতে সদ্বগোপ । তাহার পিতার নাম আত্মারাম সরকার। আত্মায়াম, সৰ্ব্বপ্রথমে কুমারটুলিতে আসিয়া বসবাস করেন। বনমালী সরকার, কোম্পানী-বাহাদুরের পাটনার রেসিডেন্ট-সাহেবের দেওয়ান ছিলেন, তৎপরে কলিকাতায় “ডেপুটী-ট্রেডার” হন। এই সময়ে তিনি যথেষ্ট অর্থে পাজন করেন। নবাব সেরাজউদৌল যে বৎসর কলিকাতা আক্রমণ করেন—তাহার পাচ বৎসর পূৰ্ব্বে, র্তাহার এই প্রাসাদতুল্য বাটীর নিৰ্ম্মাণ কাৰ্য্য শেষ হয়। এই বাড়ীখানি, কুমারটুলী অঞ্চলে। নিৰ্ম্মিত হইতে দশ বৎসরকাল সময় লাগিয়াছিল। দুর্গাচরণ মুখোপাধ্যায়ের ষ্ট্রট । সেকালের যে সকল লোক, আফিং ও নিমকীর দেওয়ানী করিয়া বড়লোক হইয়াছিলেন—দেওয়ান দুর্গাচরণ মুখোপাধ্যায়, তাহীদের একজন । দেওয়ান দুর্গাচরণ, কোম্পানী বাহাদুরের পাটন ওপিয়ম-এজেন্সির সৰ্ব্বেসৰ্ব্ব ছিলেন । এই দেওয়ানী-চাকরী করিয়াই, তিনি যথেষ্ট অর্থে পাজন করেন । বাগবাজারে গঙ্গারধারে, সাধারণের স্নানের জন্য তিনি একটা ঘাট মিৰ্ম্মাণ করিয়া দেন । দুর্গাচরণ পিতুড়ীর লেন। এই গলিট দুর্গাচরণ পিতুড়ীর নামানুসারে হইয়াছে। পিতুড়ীর কলিকাতায় বহুদিনের অধিবাসী । ইহঁদিগের আদিনিবাস কোথায়, তাহার পরিচয় পাওয়া দুষ্কর। তবে দুর্গাচরণ যে একজন বদ্ধিষ্ণু লোক ছিলেন, তদ্বিষয়ে কোন সন্দেহ নাই। দুর্গাচরণ, তেজীরতি ও কষ্ট ক্টের কাজে প্রচুর বিত্তসম্পন্ন হয়েন। পলাশী যুদ্ধের পর, ফোর্ট উইলিয়ম দুর্গের বা গড়েরমাঠের বর্তমান কেল্লার নির্মাণ কাৰ্য্য আরম্ভ হয়। ছৰ্গাচরণ, এই, দুর্গ-নিৰ্মাণ কাৰ্য্য “কষ্ট ষ্ট’ লয়েন। শুনা যায় এই ব্যাপারেই তিনি প্রচুর বিত্তশালী হন। ... -- 0. - ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের লেন। সেকালের কলিকাতায় ডাক্তার দুর্গাচরণের নাম সৰ্ব্বগৃহেই পরিচিত ছিল। চিকিৎসা-ব্যবসায়ে, তিনি যথেষ্ট সুনাম সঞ্চয় করেন। রোগনির্ণয়ে তাহার অদ্বিতীয় ক্ষমতা ছিল। লোকে দুর্গাচরণ ডাক্তারকে “সাক্ষাৎ ধন্বন্তরি” বলিয়া বিবেচনা করিত। অনেক সাহেব-ডাক্তার উইধি