পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। b->> কিৎসা-নৈপুণ্য দেখিয়া স্তম্ভিত হইয়া যাইতেন। অসংখ্য মৃতকল্প রোগীর প্রাণদান করিয়া, দুর্গাচরণ অশেষ কীৰ্ত্তি সঞ্চয় করিয়া গিয়াছেন। আজও অশীতিপর প্রাচীনদের মুখে, তাহার অদ্ভূত চিকিৎসা-কাহিনীর অনেক গল্প শুনা যায়। ডাক্তার দুর্গাচরণ, তালতলায় বাস করিতেন। দুর্গাচরণের প্রধান কীৰ্ত্তিস্তম্ভ–ৰ্তাহার গৌরববান পুত্র, অনারেবেল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথের ন্যায় অদ্বিতীয় বাগী ও প্রতিভাশালী সম্পাদক, বঙ্গদেশে খুব কমই জন্মিয়াছে। দেশনায়ক সুরেন্দ্রনাথের আর নূতন পরিচয় দিবার প্রয়োজন নাই। উজ্জ্বল স্বৰ্য্যকে প্রদীপ দিয়া দেখাইতে হয় না। সুরেন্দ্র বাবু, বারাকপুর মণিরামপুরে বাস করেন। সুপ্রসিদ্ধ বেঙ্গলী-পত্রিকা ও রিপণ-কলেজ, র্তাহার লোকবিশ্রত কীৰ্ত্তিস্তম্ভ। দেশহিতব্রতে—আজও পর্য্যন্ত এই বৃদ্ধ বয়সে সুরেন্দ্রনাথ, অক্লাস্তহৃদয়ে যৌবনের শক্তি লইয়া, কাৰ্য্যময় জগতে বিরাজ করিতেছেন। দর্পনারায়ণ ঠাকুরের ষ্ট্রীট। কলিকাতায় ঠাকুর-গোষ্ঠীর পরিচয় আমরা যথাস্থানে দিৰ দপনারায়ণ-পরলোকগত মহারাজা স্যর যতীন্দ্রমোহন বাহাত্বরের বৃদ্ধ পিতামহ। এই বংশের পঞ্চানন ঠাকুর,—গোবিন্দপুরের অধিবাসী ছিলেন । সপ্তদশ শতাব্দীতে র্তাহার কলিকাতায় জঙ্গল কাটাইয়া বাস করেন । পঞ্চাননের পুত্র, জয়রাম, পাথুরিয়াঘাটায় প্রথম বাসস্থান নিৰ্ম্মাণ করেন । দর্পনারায়ণ, ফরাসী-গবর্ণমেণ্টের অধীনে দেওয়ানী করিয়া প্রচুর বিত্তের অধিকারী হন । র্তাহার নামে স্থাপিত একটী গলি, আজও তাহার কাঞ্জি ঘোষণা করিতেছে । দ্বারকানাথ ঠাকুরের লেন । দ্বারকানাথ ঠাকুর স্বনামধন্য পুরুষ ছিলেন। তাহার ন্যায় মনস্বী, সুপণ্ডিত প্রতিভাবান বাঙ্গালী খুব কমই জন্মিয়াছেন। বিলাতে তিনি “প্রিল দ্বারকানাথ” বলিয়া পরিচিত ছিলেন। প্রিন্স-দ্বারকানাখ, রাজা রামমোহন রায়ের দক্ষিণ হস্তস্বরূপ ছিলেন। দ্বারকানাথ, সৰ্ব্বপ্রথমে মুগ্ৰীমকোর্টে ওকালতি আরম্ভ করেন । তার পর তিনি চব্বিশ পরগণার নিমকী-বিভাগের দেওয়ানি-পদে নিযুক্ত হন। এই দেওয়ানী কার্য্যে, তিনি প্রচুর বিত্ত সঞ্চয় করেন । তৎপরে তিনি স্বাধীনভাবে ব্যবসায় আরম্ভ করিয়া, একটা "ব্যাঙ্ক” স্থাপন করেন। তাহার এই ব্যবসায়ের অংশীদার, অনেক বাঙ্গালী