পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b象史 কলিকাতা সেকালের ও একালের । গ্রাম ত্যাগ করিয়া অন্তরে পলায়ন করেন। তাহার পত্নী অৰৱন্ধ ছিলেন । প্রান্তর-মধ্যে পত্নীর প্রসব-বেদন উপস্থিত হওয়ায়, বলরাম সরকার মহাশয়, বড়ই বিপদে পড়িলেন। কিন্তু ভগবানের ইচ্ছা! বাধা দিবার সাধ্য কাহারও নাই। এই প্রান্তর-মধ্যে, নিরাশ্রয় অবস্থান রামদুলাল সরকার জন্মগ্রহণ করেন। নিতান্ত দুর্ভাগ্যক্রমে, রামদুলাল অল্প বয়সেই পিতৃ-মাতৃ-হীন হন। প্তাহার একটা শিশু ভ্রাতা ও ভগিনীকে লইয়া তিনি বড়ই বিপন্ন অবস্থা পড়িলেন। কলিকাতায় তাহার মাতামহ রামসুন্দর বিশ্বাস মহাশয় থাকিতেন। অন্য উপায় না দেখিয়া, তিনি ভাই-ভগ্নীকে লইয়া মাতামহের অঞ্জয়ে আসিলেন । নতামহের অবস্থাও “অষ্ঠভক্ষ-ধন্থগুণঃ” গোছ। সাধারণের निक . সাহায্য প্রার্থনা করিয়া তাহার দিন চলিত। কিন্তু এ অবস্থাতেও তিনি গুহর সুস্থ দৌহিত্রকে ত্যাগ করিতে পারিলেন না। তাছার মাতামহী, হাটখোলার সুপ্রসিদ্ধ দত্ত-বংশোদ্ভব মদনমোহন দত্ত মহাশয়ের বাটীতে পানির কাজ করিতেন। রামদুলালও, দত্ত মহাশয়ের গৃহে আশ্ৰয়-লাভ করলেন। তালপাতায় ও কলাপাতায় লিখিয়া, চেষ্টা ও উচ্চমবশে–রাম দুলাল বাঙ্গলা ভাষা শিক্ষা করেন। মদন দত্ত মহাশয় দেখিলেন, বালকট বেশ চৌকোশ ও পরিশ্রমী। তিনি তাহাকে বিল-সরকার পদে নিযুক্ত করিয়া পাচ টাকা মাসিক বেতন কৰা করির দিলেন। একবার রামদুলাল কোন দুরতর স্থানে বিল সাধিতে যান। পথে সন্ধ্যা হইয়া পড়ে। তাহার সঙ্গে অনেক টাকা ছিল। লে টাকা তাহার মনিবের। পথে চোর-ডাকাতের ভয়ও সে সময়ে शरथहै। রামদুলাল ভাবিতেছেন, টাকাগুলি যদি চোর-ডাকাতে লয় ত মনিৰকে গিয়া কি বলিব ? উপস্থিত বুদ্ধিবলে, রামদুলাল নিজের গাত্রবস্থাদি খুলিয়, তাহাতে সেই টাকা বাধিলেন—এবং অতি দরিদ্র ব্যক্তির ন্যায়, .সেই টাকায় পুটুলি মাথায় দিয়া, গাছতলায় শয়ন করিয়া রাত্রি কাটাইলেন। ভগবানের ইচ্ছায়, সে রাৱে কোন চোর বা ডাকাত তাহার টাকা লইতে আসিল না। পরদিন রামদুলাল আসিয়া প্রভূর নিকট লাভ কৰা বলিয়, সেই টাকা বুঝাইয়া দিলেন। এই দরিদ্র বালকের প্রত্যুৎপন্নমতিত্ব ও সতত৷ দেখিয়া DDD DDD DD BB BBB BBB BBBB BBSBBDDDD DD ES এই শপদেরকারী ফার্য্যেই তাহার ভাগ্য-প্রসন্ন হইল। শিপিং