পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.***。 কলিকাতা সেকালের ও একালের । বাস করিতেছেন । ইনিই সুপ্রসিদ্ধ কে, এল, মুখার্সি এও কোরে প্রতিষ্ঠা করেন । পীতাম্বর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ভগ্নীকে বিবাহ করিবার পর এ দীন লেখকের পিতামহ গুরুচরণ, খিদিরপুরে আসিয়া বসবাস করেন। এই অধম লেখকের পিতৃদেব, স্বৰ্গীয় গিরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ও উমেশচন্ত্রের পিতা গিরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উভয়েই এক বয়সী। দুই ভায়ে বড়ই छांबबांज1 हिल । g উমেশ্চজের পিতা, গিরিশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় একজন বিখ্যাত এটৰ্বি ছিলেন। উহার স্থায় স্বাধীন-চেতা, ধৰ্ম্মভীরু এটলি খুব কমই জন্সিয়াছে। গিরিশ্চন্দ্র, ত্রিবেণীর স্থপ্রসিদ্ধ জগন্নাথ তর্কপঞ্চানন মহাশয়ের বংশোদ্ভূত, এক কন্যাকে বিবাহ করেন । র্তাহার গর্ভেই উমেশ্চন্দ্রের জন্ম হয় । উমেশচন্দ্রের আর এক সহোদর ছিলেন । র্তাহার নাম সত্যধন বন্দ্যোপাধ্যায়। ইনিও এটর্ণি হইয়াছিলেন । কিন্তু অপরিণত যৌবনে, ডায়াবিটিস রোগে আক্রান্ত হইয়া, সত্যধন বাবু পরলোক গমন করেন। সত্যধনের পুত্রাদি নাই, তিন কন্য। উমেশচন্দ্র, বহুবাজারের স্বপ্রসিদ্ধ মতিলাল-বংশের এক ভাগ্যবতী কন্যাকে বিবাহ করেন । এই সদগুণসম্পরা রমণীর গর্তে, মিঃ শেলী কমলকৃষ্ণ বোনার্জি ও মিঃ আর, সি, বোনার্জি প্রভৃতি গঞ্ছীয় বারিষ্টারগণের জন্ম হইয়াছে। বাল্যকালে উমেশচন্দ্র পড়া শুনায় বড় অমনোযোগী ছিলেন। সখের খিয়েটারের উপর তাহার বড়ই ঝেণক ছিল । একদিন কলিকাতার কোন সম্রাপ্ত পরিবারে, তাহাজের সখের দলের অভিনয় হয়। অভিনীত নাটক মাইকেলের—শৰ্ম্মিষ্ঠ৷ বোনার্জি মহাশয় শৰ্মিষ্ঠার ভূমিকা লইয়াছিলেন। প্রতিভা সকল কাজেই নিজের শক্তি প্রকাশ করে। শৰ্মিষ্ঠায়, কলাকৌশলময় অভিনয় সকলের মনোরঞ্জন করিয়াছিল। সেই সভায়, মহারাজ যতীজ cथांश्न अकबन मर्थकक्ररन $नहिउ श्रिणन । चडिनब्राप्स ठिनि बर्षन পরিচয় পাইলেন-কলিকাতা সদর-দেওয়ানী আদালতের প্রধান এটর্ণি গিরিশ বাবুর পুত্ৰ, এই শশিষ্ঠার ভূমিকা গইয়াছেন—তখন তিনি খানদের পরিবর্ভে নিরানন্দ মগ্ন হইয়া বলেন,-“কি ? গিরিশ বাবুর ছেলে ! সে থিয়েটার করিতেছে।” • * ৰোনার্জি মহাশয়, প্রথমে ওরিয়েস্টাল-সেমিয়ারী, তৎপরে হিস্থলে गां* गयॉख क८बन । नारॐ अवध्नाटबॉने cनदिबा, ऍांशद्ध निंजlशिविर्भ