পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৩৪ কলিকাতা সেকালের ও একালের। •. রাজা হরেন্দ্রকৃষ্ণ লেন । - রাজা হরেজরুক, মহারাজা নবকৃষ্ণের প্রপৌত্র ও মহারাজা কালীরষ্ণ বাহাছরের পুত্র। হরেন্দ্রকৃষ্ণ বাহাদুর, ডেপুটী-ম্যাজিষ্ট্রেটের কাজ করিতেন, ७बर दशनिन थब्रिग्ना डिनि लिग्नांजनटश्ब्र श्रूनिन-भाांछिरहेके हिटणनः। রাজা গোপীমোহন ষ্ট্রট। রাজা গোপীমোহন দেব, মহারাজ নবকৃষ্ণ বাহাদ্বরের পোষ্য-পুত্র। গোপীমোছন—সুপীম-কৌন্সিলের মেম্বর মি: ষ্টেবলস, ব্রিগেডিয়ায় জেনারেল সার জেমস রিভেট কীর্ণীক ( প্রথম কমাণ্ডার ইন্‌চিফ) স্যার জন ম্যাকফারসন (বঙ্গের প্রতিনিধি-গভর্ণর) প্রভৃতি উচ্চপদস্থ রাজকৰ্ম্মচারিগণের দেওয়ানী করিয়াছিলেন। লর্ড উইলিয়াম বেণ্টিঙ্কের জামলে, ১৮৩৩ খৃঃ অবো, গোপীমোহন “রাজা-বাহাদুর" উপাধি লাভ করেন। লর্ড বেণ্টিঙ্ক, গোপীমোহনকে বড়ই ভাল বাসিতেন। অনেক সময়ে রাজকাৰ্য্যাদি সম্বন্ধে, তাহাকে ডাকিয়া পরামর্শ লইতেন। গোপীমোহন সংস্কৃত-ভাষায় যথেষ্ট পাণ্ডিত্য-লাভ করিয়াছিলেন। অনেক সময় দ্যায় দর্শন ও উপনিষদ প্রভৃতির কুটতর্ক তুলিয়া ও তাহার মীমাংসা করিয়া তিনি অনেক ব্রাহ্মণ-পণ্ডিতের বিস্ময়োৎপাদন করিতেন। ভূগোল ও জ্যোতিষশাস্ত্র সম্বন্ধেও তাহার আলোচনা ছিল। হিন্দু-ভূগোলের মতে তিনি প্রচুর ব্যয়ে, পৃথিবীর একখানি মানচিত্র প্রস্তুত করান। গোপীমোহনই, সেকালের সর্বজনবিদিত “ধৰ্ম্মসভা” স্থাপন করেন। ধনীদিগের মধ্যে বিবাদ উপস্থিত হইলে—ইনি তাহা শালিসি দ্বারা মিটাইয়া দিতেন। সংগীতশাস্ত্রের প্রতি র্তাহার যথেষ্ট জহুরাগ ছিল। ১৮৩৭ খ্ৰীঃ অৰে ১৭ই মার্চ র্তাহার মৃত্যু হয়। র্তাহার একমাত্র পুত্র, স্বনামখ্যাত রাজা স্যার রাধাকান্ত দেব । - রাজা রাজেন্দ্রনারায়ণ লেন । রাজা রাজেন্দ্রনারায়ণ দেব বাহাম্বর, স্যর রাজা রাধাকাভের দ্বিতীয় পুত্র। ১৮১৫ খৃঃ জজের জুন মাসে তাছার জন্ম। ১৮৬৯ খঃ জেৰে, ইনি গম্বর্ণমেন্টের নিকট হইতে “রাজা-বাছাছর” উপাধি লাভ করেন। ১৮৯ ঐ জলের ৪ এপ্রিলের গেজেটে, গবৰ্ণমেন্টের নিম্নলিখিত মন্তব্যটা প্রকাশিত रुक्--ब्राजा ब्रॉषांकांच् ८क्ट्वब फेब्रड कब्रिज, नदब्रांगकांब्रजच्, ५वर छिनि* ·