পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। br豊盤 একখানি মাসিকপত্রও তিনি বাহির করেন। এখন এই অমৃতবাজার ও পিরিচুয়াল-ম্যগাজিন পত্রিকা, শিশিরকুমারের সুযোগ্য সহোদর, বাৰু মতিলাল ঘোষের দ্বারা সম্পাদিত হইতেছে। জীবনের শেষাবস্থায়, শিশিরকুমার সহোদর মতিলালের হস্তে পত্রিকার ভার দিয়া, ধৰ্ম্মালোচনায় জীবন বাপন করিতেন। মতি বাবুও তাহার জ্যেষ্ঠের স্তায় সৰ্ব্ববিষয়ে উপযুক্ত । আজও তাহার স্পষ্টবাদিতায়--অমৃতবাজারের পূর্ব গৌরব সংরক্ষিত । ১৯১১ খ্ৰীষ্টাব্দে ১১ই জানুয়ারি শিশিরকুমার স্বর্গারোহণ করেন। দুঃখের বিষয়, এ পর্য্যস্ত র্তাহার কোন স্মৃতিচিহ্ন স্থাপিত হইল না। অকুর দড়ের গলি । ওয়েলিংটন স্কোয়ারের জলের কলের নিকটেই, একটা গলির মধ্যে অঙ্কুর দত্ত মহাশয়ের স্ববিস্তৃত বাস-ভবন । এই দত্ত-পরিবার নানাকারণে কলিকাতা-সমাজে পরিচিত। অকুর দত্ত মহাশয়, কোম্পানীর আমলে, কমিশেরিয়েট বিভাগে কার্য্য করিয়া প্রচুর বিত্তসঞ্চয় করেন। বীরভূমের যুদ্ধ ব্যাপারে, তিনি ইংরাজ-সেনার সহিত সেখানে উপস্থিত ছিলেন। রাণী অত্যাচার ভয়ে তাহার শরণাপন্ন হইলে তিনি সেনাধ্যক্ষকে বলিয়া, তাহাদের নিরাপদ স্থানে রক্ষা করেন। নানাবিধ ক্রিয়াকলাপাদির জন্ত, এই দত্ত-বংশ কলিকাতা-সমাজে বিশেষ পরিচিত। এই পরিবারের রাজেন্দ্র দত্ত মহাশয়, ডাক্তার মহেন্দ্রলাল সরকারের সহিত, হোমিওপ্যাথি প্রচারের যথেষ্ট সাহায্য করেন । সুপ্রসিদ্ধ মহিলা-কবি খ্ৰীমতী গিরীন্দ্রমোহিনী-যাহার বীণার-ঝঙ্কারে এক সময়ে বঙ্গ-সাহিত্যে একটা নূতন আনন্দ জাগিয়া উঠিয়াছিল—তিনি এই দত্ত-পরিবারের কুলবধূ। এই দত্ত বাটীতেই সাবিত্ৰী-লাইব্রেরী বলিয়া এক *Free circulating লাইব্রেরী স্থাপিত হয়। এই সাবিত্রী লাইব্রেরীর বাৎসরিক উৎসব, দত্ত বাড়ীর প্রশস্ত আঙ্গিনাতেই হইত। সাহিত্য-সম্রাট বঙ্কিমচন্দ্র, চন্দ্রনাথ বসু প্রভৃতি—এই সভার উৎসবে বক্তৃতাদি করিতেন। বাৰু গোবিন্দলাল দত্তই এই সভার প্রধান কৰ্ম্মশক্তি। গোবিন্দ বাবুও তরুণ ীেবনে যথেষ্ট সাহিত্যালোচনা করিয়াছেন। কাটাপুকুর-লেন। এই কাটাপুকুর-লেন-প্রাচ্য-বিদ্যাৰ্ণৰ নগেন্দ্রনাথ রক্ষ মহাশয়ের অাবtয়