পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮৫৮ কলিকাতা সেকালের ও একালের। এই ভাইস-চ্যান্সেলারের পদ ছাড়িয়া দিয়াছেন ও র্তাহার স্থানে, স্বাম খ্যাত সুপণ্ডিত ডাক্তার অনারেবল দেবপ্রসাদ সর্বাধিকারী এম,এ,বি,এস, মহোদয় বিরাজ করিতেছেন। স্যর আশুতোষ, হাইকোর্টের ७कप्ने, উজ্জ্বলরত্ব। রাজদ্বারে সর্ববিষয়ে সম্মানিত বাঙ্গালী, তাহার শুীয় भूद कभहे श्रो८झ्न । এই রস-রোডের উত্তরাংশে, লগুনমিশন কলেজের বাটীর পথেসুপ্রসিদ্ধ জজ দ্বারকানাথ মিত্রের আবাস-ভবন ছিল। ১৮৩৬ খ্ৰীঃ অকে দ্বারকানাথের জন্ম হয়। আমতার নিকট আগুনসি বা আগুনসে গ্রাম তাহার জন্ম-স্থান। জজ দ্বারকানাথের পিতা—হুগলী আদালতের একজন মোক্তার ছিলেন। আর দ্বারকানাথ হুগলীতেই তাহার—প্রাথমিক শিক্ষা শেষ করেন। তৎপরে হিন্দুস্কলে ভৰ্ত্তি হন। ইংরাজীতে তাহার খুব দখল ছিল। ১৮৫২ খ্ৰীঃ অব্দে হিন্দুস্কুলে পঠদ্দশায়, তিনি “লৰ্ড বেকন, সম্বন্ধে একটা সন্দর্ভ লিখিয়া পুরস্কার প্রাপ্ত হন। সুপ্রসিদ্ধ আধাপক ডি, এল, রিচার্ডসন, দ্বারকানাথের এই স্বন্দর প্রবন্ধটর বিশেষ । প্রশংসা করিয়া, তাহার সম্পাদিত লিটারেরী-গেজেটে এক সুদীর্ঘ প্রবন্ধ । লিখিয়াছিলেন। এই সময়ে অতীত যুগের স্বনামপ্রসিদ্ধ বাবু কিশোরীচঁাদ । মিত্র (আলালের-ঘরের দুলাল প্রণেতা ) কলিকাতা পুলিশ-কোটের জুনিয়ার | ম্যাজিষ্ট্রেট ছিলেন। দ্বারকানাথ কিয়ংকালের জন্য কিশোর বাবুর কোটে | ইন্টারপ্লিটারের বা দ্বিভাষীর কাজ করেন। তৎপরে তিনি সেকালের সদর । আদালতে ওকালতী আরম্ভ করেন। হাইকোটে, এক শম্ভুনাথ পণ্ডিত | ভিন্ন, আর কেহই দ্বারকানাথের অদ্ভুত প্রতিভা বিকাশের আভাস পান নাই। শম্ভুনাথ পণ্ডিত মহাশয়, তখন হাইকোটের জুনিয়ার গবর্ণমেন্ট প্রিডার ছিলেন। ক্রমে ক্রমে দ্বারকানাথের যশঃপ্রতিভা, আদালতের উকীল ব্যারিস্টার ও জজেদের মধ্যে বিস্তারিত হইয়া পড়িল। তখনকার চিন্ধ, • জটিস, স্যর বার্লেস পিকক, তাহার আইন-অভিজ্ঞতায় বিমুখ হইলেন। র্তাহার ন্যায় আইনজ্ঞ, সুবক্তা, সচ্চরিত্র উকীলের প্রতিভা দৃষ্টে অন্যান্য জজেরাও ডাহার গুণমুগ্ধ হইলেন। সকলদিক উত্তমরূপে না ভাবিয়া, দ্বারক নাৰ কোন মোকদামা লইতেন না, আর তিনি বিশেষ বিবেচনার সহিত ষে সৰ মোকদ্দাম গ্রহণ করিতেন, তাহাতে প্রায়ই জয়লাত করিতেন। w... a... atwrnas-cwcw (The Great R•°l মোকামা দ্বারকানাৰ ক্ৰমাগত ছয় দিন ধরিয়া বক্ততা করেন। ৭