পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। b్స99 হন। উক্ত বৎসর গবর্ণমেন্ট ইহঁকে “নাইট” উপাধি প্রদানে সন্মানিত করিয়াছিলেন। স্যর গুরুদাস, কলিকাতা ইউনিভার্সিটর একটা অতি সমুজ্জ্বলরত্ব। ১৮৯১ খৃঃ অক্টে ইনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইচ্যান্সেলার পদে নিযুক্ত হইয়া, অতীব স্বযশের সহিত এই দায়িত্বপূর্ণ কাজ করেন। ১৮৯২ খ্ৰীঃ অব্দে গবর্ণমেণ্ট Indian University Commission বলিয়া একটী অনুসন্ধান-সমিতি স্থাপন করিয়াছিলেন। স্যর গুরুদাস অতি দক্ষতার সহিত, এই সমিতির কার্য্য পরিচালনা করিয়াছিলেন। স্যর গুরুদাস খাটি হিন্দু, সংস্কৃতজ্ঞ ও আদর্শ ব্রাহ্মণ । পাশ্চাত্য শিক্ষার কোন দোষই ইহঁাকে আজও পৰ্য্যস্ত স্পর্শ করিতে পারে নাই। এইরূপ বিনয়ী, সরলচিত্ত, আড়ম্বরবিহীন, মহাপণ্ডিত ও সৰ্ব্ববিষয়ে আদর্শ বাঙ্গালী আজকালকার সমাজে অতি দুলভ। স্যর গুরুদাস ইংরাজীতে ও বাঙ্গালায় অনেকগুলি গবেষণাপূর্ণ সদগ্রন্থ প্রণয়ন করিয়াছেন। একাধারে তিনি লক্ষ্মী ও সরস্বতীর বরপুত্র। পুত্রভাগ্য, যশোভাগ্য, লক্ষ্মীভাগ্য—আর রাজদ্বারে ও সর্বসাধারণের নিকট সম্মান, যাহা কিছু এই মানব-জীবনে শৃঙ্গনীয়, স্যর গুরুদাসের তাহার সবই হইয়াছে। স্যর গুরুদাসের মত মাতৃভক্ত সস্তান খুব কমই এদেশে জন্মিয়াছেন। দেশের সকল হিতকৰ কার্য্যে ও সভা-সমিতিতে ইনি সমুৎসাহে যোগদান করিয়া থাকেন । হাইকোটের জঙ্গীয়তী হইতে অবসর লইয়াও এখনও তিনি পূর্ণোৎসাহে এই কৰ্ম্মময় জগতে-বিচরণ করিতেছেন। গ্রে-স্ত্রীট । এই গ্রে-স্ত্রীটে অনেক সম্রাস্ত বাঙ্গালী বাস করেন। রাস্তাটা আমাদের ভূতপূর্ব ছোটলাট গ্রে সাহেবের নামে পরিচিত। কর্ণওয়ালিস ট্রীট হইতে গ্রে-স্ত্রীটে প্রবেশ করিলে, উত্তর দিকে যে একটা দ্বিতল বাটী দেখিতে পাওয়া যায়, তাহার অধিকারী অবসরপ্রাপ্ত হাইকোটের জজ বাবু সারদাচরণ মিত্র। ১৮৪৮ খ্ৰীষ্টাব্দে সারদাচরণের জন্ম হয়। সারদচরণ কলিকাতা বিশ্ব-বিদ্যালয়ের একজন প্রতিভাবান ছাত্র। এম, এ পরীক্ষায় ইনি তৃতীয় স্থান অধিকার করেন। এতদ্ভিন্ন ইনি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিলাভ করিয়াছিলেন । বি, এল পাশ করিয়া সারদাচরণ বাইকোর্টে ওকালতি আরম্ভ করেন। ইনি একজন প্রজ্ঞাসম্পন্ন, জ্ঞানআইনজ্ঞ ব্যবহারজীব। গবর্ণমেন্ট ইহাকে ১৯-২ খ্ৰীঃ अर्न्त,