পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ28 কলিকাতা সেকালের ও একালের । এই জন্য অস্থায়ীভাবে হাইকোর্টের জজীয়তী দেন। জজ গুরুদাল বন্দ্যোপাধ্যায় মহাশয় অবসর গ্রহণ করিলে, সারদাবাবু স্থায়ীভাবে এই পদে নিযুক্ত হন। ১৯০৮ খ্ৰীঃ অক্টে ইনি জজীয়তী-কাৰ্য্য হইতে অবসর গ্রহণ করেন। সারদাচরণও তাহার অবসর কাল, নানাবিধ দেশহিতকর কার্য্যে অতিবাহিত করিতেছেন। বঙ্গীয় সাহিত্য-পরিষৎ, তাহার অমূল্য সহায়তার নিকট যথেষ্ট ঋণী। সারদাচরণ বঙ্গসাহিত্যসেবী ও বঙ্গভাষার একনিষ্ঠ সেবক । বাঙ্গালীয় কায়স্থ-সমাজের ইনি শীর্ষস্থানীয় ও কায়স্থ-পত্রিকা ইহঁারই যত্নে পরিচালিত । কলিকাতার নানা স্থানে আরও অনেক সম্রাস্ত বাঙ্গালী বাস করেন। সকলের পরিচয় দিতে গেলে আমাদের স্থানে কুলাইবে না। কাজেই অনিচ্ছা স্বত্ত্বেও এই স্থানে কলিকাতার পথ সমূহের ইতিবৃত্ত সংক্ষেপে শেষ করিতে হইল।