পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । ماریا থাকিতেন। কেন্সিলের কিম্বা সরকারী অন্যান্ত কাজ পড়িলে, তিনি ম্বর কাতায় আসিতেন। ১৭৯০ খৃষ্টাব্দে, গ্রাও প্রে, কলিকাতা দেখিতে আসেন। তিনি এই লাট-প্রাসাদ সম্বন্ধে বলিয়াছেন—“লাট সাহেব এসপ্লানেডরে নিকট, একটী দ্বিতল বাটতেই বাস করেন। বাড়িটা দেখিতে ভয় জীকালে ঐসম্পন্ননয়। ইহার আশেপাশের অনেক ভদ্রলোকের বাড়, ঘর দেখিতে বরঞ্চ খুব ভাল। পণ্ডিচারির-গবর্ণরের বাড়াও কলিকাতার লাটের বাড়ী অপেক্ষ বেশী শ্ৰীদৌন্দৰ্য্য-সম্পন্ন।” পাঠক ! মনে রাখিবেন, আমরা সেকালের পুরাতন লাট-প্রাসাদের কথাই বলিতেছি। এইজন্য এই সব আমলের বল, দরবার, লেভি ইত্যাদি কাৰ্য্য, অতীতকালে লাট-বাড়ীতে না হইয়া, পূৰ্ব্বোক্ত থিয়েটার-গৃহে এবং তৎপূর্ববর্তী কালে কোর্ট-হাউসে হইত। এই “কোর্ট-হাউস” গৃহটী, লালদীঘির কোণে ও রাইটাস-বিলডিংএর পার্শ্বে, বর্তমান সেন্টএণ্ড গিজ। যেখানে আজকাল বৰ্ত্তমান—সেই স্থানেই ছিল। থিয়েটার-গৃহটা, বর্তমান ফিনলে-মিউর কোম্পানীর অফিস-বাটার অধিকৃত স্থানে ছিল। এখন তাহার কোন চিহ্নই নাই। ১৭৯৮ খ্ৰী: অব্দে, লর্ড ওয়েলেসলির প্রথম আমলেও এই থিয়েটার-গৃহে সরকারী উৎসবাদি হইত। ১৭৯৮ খ্ৰী: আবে ১৩ ডিসেম্বরের সরকারী-গেজেটে, একটী বিজ্ঞাপন ছিল—তাহা হইতেই এ কথা প্রমাণ হয়। সে বিজ্ঞাপনটী এই—“আগামী ১৭ই ডিসেম্বর সোমবার, সম্রাটের জন্মতিথি উপলক্ষে, থিয়েটার-গৃহে একটা বল ও সপার হইবে । মাননীয় গবর্ণর-জেনারেলের অভিপ্রায় এই, উক্ত দিনে, কোম্পানী-বাহাদুরের কলিকাতাবাসী সিভিল ও মিলিটারী কৰ্ম্মচারিগণ, উক্ত সভায় যোগদান করিলে গবৰ্ণর-জেনারেল বাহাদুর বড়ই প্রীতিলাভ করিবেন।” কিন্তু লর্ড ওয়েলেসলি এসব অসুবিধা সহ করিতে প্রস্তৃত ছিলেন না। তিনি কোর্ট-অব-ডিরেক্টারদের সহিত লেখালিখি করিয়া, বৰ্ত্তমান লাট-প্রাসাদ নিৰ্ম্মাণের অনুমতি আনাইলেন। কাপ্তেন চালর্স ওয়াইএাট নামক একজন স্থপত্তি, এই প্রাসাদ নিৰ্ম্মাণের ভার পান। ১৭৯৯ খৃষ্টারে ৫ই ফেব্রুয়ারি, এই প্রাধাদের প্রথম ভিত্তি-প্রস্তর মহাসমারোহে প্রোধিত হয়। এই লাট-প্রাসাদ নিৰ্ম্মাণে, ত্তের যক্ষ টাকা খরচা হইয়াছিল। " সাহেবের মতে “জমী কিনিতে ৮০ হাজার টাকা ব্যয় হয় । গৃহ ੋਵੇ । জন্থ চেয়ার টেবিল, সোফা, আলমারি, ঝাড়লণ্ঠন প্রভৃতিতে পঞ্চাশ ಗ