পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা সেকালের ও একালের । ج جاموا মন্ত্রণা-সভায় যাইবার বারান্দার দিকে । ছবির নাম ও সংক্ষিপ্ত চিত্রকরের নাম ও গুচি। অন্যান্য মন্তব্য । চাভাইকাউন্ট হালিফার্ক্স–ল x. খ * অব্দ, মৃত্যু ১৮৮৯ খ, অব্দ) ১৮৫২—৫৫ খ, অব্দ জিঃ রিচমণ্ড, R. A. পৰ্য্যস্ত, ইনি ইষ্ট ইণ্ডিয়া-কোম্পানির "বোর্ড-অব-কনট্রোলের” প্রেসিডেন্ট ছিলেন। ৯। লর্ড উইলিয়ম বেণ্টিঙ্ক—(জন্ম ১৭৭৪ ফোর্ট-উইলিয়াম-ইন বেঙ্গলের ( ٤.* هیtrدسـHrg ,:.په গবর্ণর জেনারেল—(১৮২৮-৩৪ খ: ) ১৮৩৪-৩৫ থঃ ইনি ডিউক অব পোর্টল্যাণ্ডের কোম্পানী-বাহাদুরের ভারতীয় অধিকার সমুহের প্রথম সংগৃহীত ছবির গবর্ণর জেনারেল নিযুক্ত হন। ১৮৩৩ খ, অব্দে প্রধান নকল । সেনাপতি পদে নিযুক্ত হন । ইহঁর আমলে সতীদাহ-প্রথা উঠিয়া যায় ও ঠগ-দসু্যদের দমন হয় । লর্ড বেটিঙ্কের আমলে, পারসীর পরিবর্তে বঙ্গের আদালত-সমুহে, বাঙ্গলা ভাষার প্রথম প্রচলন আরম্ভ হয় । ১০ । আরল অব অকূল্যাণ্ড– জন্ম ১৭৮৪ থ,ঃ, মৃত্যু—১৮৪৯ থ: ) ভারতের গবর্ণর-জেনারেল ১৮৩৬ হইতে খঃ ১৮৪২ খ,ঃ। ইহঁীর একটা পিত্তলময় প্রতিমূৰ্ত্তি ইডেন-গার্ডেনের সম্মুখে আছে। ইহার সময়ে কাবুল যুদ্ধ প্রথম আরম্ভ হয় । ১১। মার্ক ইস অব রিপন—লর্ড পিনে নাম ভারতবাসীর মনে চিরদিন জাগরিত থাকিবে । (জন্ম ১৮২৭ খ: ) ভারতের গবর্ণর জেনারেল ও ভাইসরয়, ( ১৮৮৯–১৮৮৪ খৃষ্টাব্দ ) । ইহঁর আমলে সুপ্রসিদ্ধ “ইলবার্টবিল" পাস হওয়ায়, সমগ্র দেশে মহান্দোলন উপস্থিত হইয়াছিল। বঙ্গের স্বায়ত্বশাসন-প্রথ, ইহঁার আমলেই প্রথম প্রচলিত হইয়াছিল। ১২ । মার্ক ইস অব ডফারিন এণ্ড | কল আৰু এ আভী— জন্ম ১৮২৬ খঃ, মৃত্যু ১৯০৩ খৃঃ অল) সমগ্র ভারতের রাজপ্রতিনিধি ও গবর্ণর জেনারেল ঠুয়ার্ট উরলী। ই, জে, পয়েন্টার R. A