পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। ছবির নাম ও সংক্ষিপ্ত পরিচয় । مستعمیسی হইয়া গিয়াছেন। তঁtহারকীর্কি, চিরস্মরণীয় করিবার জন্য “মেটকাফ-হল" নামক সুবৃহৎ লাইব্রেরী প্রতিষ্ঠিত হয়। পরে লর্ড কর্জনের আমলে ও তাহার চেষ্টায় এই সুবৃহৎ লাইব্রেরীট গবর্ণমেন্ট কিনিয়া লইয়া, তাহ বর্তমান “ইম্পিরিয়াল-লাইব্রেরীতে" পরিবর্তন করিয়াছেন, ২৪ ! জন শোর (ব্যারন টেন্‌মাউথ ) লর্ড কর্ণওয়ালিসের পর, ইনি অস্থায়ী ভাবে গবর্ণর জনারেলের পদে নিযুক্ত হন। (জন্ম ১৭৫১ খৃঃ—মৃত্যু-১৮৩৪ খ: ) ইনি প্রথমে ইষ্ট-ইণ্ডিয়া-কোম্পানীর আমলে, সিক্তি লিয়ান রূপে এ দেশে আসেন। রাজস্ব-বন্দোবস্ত কাৰ্য্যে ইহঁার যথেষ্ট দক্ষতা ছিল । যে “দশশালা-বন্দোবস্ত” প্রশেদিত করিয়া, লর্ড কর্ণওয়ালিস চিরস্মরণীয় হইয়া গিয়াছেন, তাহার সুচনা,এই স্যর জন শোর সাহেবই করিয়াছিলেন। ইহঁর আমলে রাজস্ব-বিভাগের যথেষ্ট উন্নতি হয় । এই সমস্ত কায্যের জন্য ইনি, পরে লর্ড টেন্‌মাউথ উপাধি পান । ইনি কলিকাতা এসিয়াটিক-সোসাইটার একজন গণনীয় সদস্য ছিলেন । colon (Throne Room) ২৫। সম্রাট তৃতীয় জর্জ (১৭৩৮–১৮২০) ২৬। সালের্ণটি সোফিয়া অফ মেকলেনবর্গ ষ্ট্রেলিজ (সম্রাট তৃতীয় জর্জের পত্নী ) ২৭। আরল অব আমহাষ্ট্র – জন্ম ১৭৭৩খঃ —মৃত্যু ১৮৫৭ খৃঃ ) ১৮১৩ লর্ড হেষ্টিংস ভারতবর্ষ ত্যাগ করেন। ইহার পর জন এভান্স নামক একজন সিভিলিয়ান, গবর্ণর-জেনারেলের কাজ করিয়াছিলেন । তৎপরে লর্ড আমহাষ্ট্র এদেশে আসেন। আমহাষ্টের আমলে বৰ্ম্ম৷ ও ভরতপুরের যুদ্ধ হইয়াছিল । ২৮। মাকু ইস অব ওয়েলেসৃলি—ক্স– २१७० शृ.३-धूट् २v४२ ५.2 । ) >१३४ ९: अक হইতে vፃፃ চিত্রকরের নাম ও অন্তান্ত মস্তব্য । অজানিত চিত্রকর । এলান রামসে। সার টমাস লরেন্সের ত্তৈল চিত্রের কপি । রবার্ট হেস ।