পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায়। Ꮡbr☾ টাউনহলের মধ্যে যে সমস্ত তৈল-চিত্র ও প্রস্তর-মুৰ্ত্তি আছে, তাহার একটা সংক্ষিপ্ত পরিচয় পাঠকের জানিয়া রাখা উচিত। পূৰ্ব্বদিকের সিড়ি দিয়া উপরে উঠতে গেলেই, প্রথমে স্যর হেনরি হারিসানের প্রস্তর-নিৰ্ম্মিত অৰ্দ্ধমূৰ্ত্তি বা Bust। এই হারিসান সাহেব, কলিকাতা মিউনিসিপ্যালিটীর চেয়ারম্যান ছিলেন ও বর্তমান হারিসানরোড নামক স্বপ্রশস্ত পথট ইহঁার নামেই পরিচিত। দেয়ালের গায়ে—নিম্নলিখিত চিত্রগুলি আছে। (১) মেজর জেনারেল নট, (২) কেশবচন্দ্র সেন, (৩) স্যর চাল স মেটকাফ । উপরের তলায়—(১) ভারত-সাম্রাজ্ঞী ভিক্টোরিয়া, (২) মহারাণীর স্বামী প্রিন্স কন্‌সর্ট, (৩) জজ, স্যর হেনরি নৰ্ম্মান, ( s ) পি, এচ, ক্যামেরান, ( ৫ ) স্যর রাজা রাধাকান্ত দেব বাহাদুর, (৬) স্বনামখ্যাত প্রসন্নকুমার ঠাকুর। উপরতলে পশ্চিমদিকের দেয়ালে –(১) হিজ-রয়াল হাইনেস্ ডিউক অব এডিনবরার গ্রাণ্ডকমাণ্ডার-অব-ষ্টার-অব-ইণ্ডিয়া উপাধি লাভ উপলক্ষে—গবর্ণর-জেনারেল লর্ড মেয়োর দরবার। উত্তরদিকের দেয়ালে।—( ১ ) পাদরী ডল, সাহেব, (২) কৌন্সিলের-মেম্বর অনারেবল জেমস জিবস আই, সি, এস ; সি, আই, ই, (৩) মিউনিসিপ্যালিটার সেক্রেটারী রবার্ট টর্ণবুল, (৪) কলিকাতার প্রথম সেরিফ, মঞ্চারজী রপ্তমজী, ( ৫ ) স্যর উইলিয়ম গ্রে—লেফটেনাণ্ট গবর্ণর (১৮৬৭-৭১ ), (৬) লেডি ডফারিন (৭) লেডি ল্যান্সডাউস্, (৮) স্যর রিভাস টমসন (বঙ্গদেশের লেফটেনাণ্ট গবর্ণর, (৯ ) পঞ্চম বিশপ ড্যানিয়েল, ( ১• ) স্যর হেনরি হারিসন। " দক্ষিণদিকের দেয়ালে –(১) স্বপ্রসিদ্ধ বারিষ্টার মনোমোহন ঘোষ, (২) সুপ্রসিদ্ধ পাদরী ডাক্তার ডফ, (৩) মাদ্রাজের গবর্ণর, কর্ণেল কলিস্ মেকেঞ্জি ( পরে সরভেয়ার-জেনারেল), ( s ) প্রিল দ্বারকানাথ ঠাকুর, (৫ ) ভারত গবৰ্ণমেণ্টের ফরেন্‌-সেক্রেটারী স্যর হেনরি ডুরাও, (৬) বিশপ জনসন, (৭) হেনরি লি, আই, সি, এস, (৮) রাজা কালীকৃষ্ণ দেব বাহাদুর, (৯ ) এফ, জে, জনষ্টন (বঙ্গীয় গবর্ণমেণ্টের চিফ-এঞ্জিনিয়ার ) । সমস্ত ছবি ও প্রস্তর-মূর্তিগুলির সবিস্তার ইতিহাস দিবার স্থান আমাদের নাই। এই টাউনহলে, স্বনামখ্যাত বাৰু পিয়ারীচঁাদ মিত্র ও বাবু রাম