পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నిeవ কলিকাতা সেকালের ও একালের । মোগলবাদশাহগণের আমলের শিল্পবিদ্যার অনেক ছন্দ্রাপ্য চিত্র সংগৃহীত হইয়াছে। পাঠকগণ ইচ্ছা করিলে, এই প্রদর্শনী দেখিয়া নেৱের সার্থকতা সম্পাদন করিতে পারেন। মিউনিসিপ্যাল-অফিস। কলিকাতা-মিউনিসিপ্যালিটীর মত অর্থবান ও প্রসিদ্ধ মিউনিসিপ্যালিটী খুব কমই এদেশে আছে। বর্তমান প্রাসাদতুল্য কলিকাতা মহানগরীর বাহা কিছু উন্নতি সংসাধিত হইয়াছে,—তাহ এই মিউনিসিপ্যালিটার সুব্যবস্থার জন্ত। কলিকাতার মিউনিসিপ্যালিটীর প্রাসাদতুল্য মুবৃহৎ বাটটি, কয়েকট প্রধান প্রধান ব্লক বা বিভাগে নিৰ্ম্মিত হইয়াছে। ইছার মধ্যে মিউনিসিপ্যালিটার সর্ববিভাগীয় আফিস-সমূহ স্থাপিত। এই প্রাসাদের উপর, একটা “টাওয়ার” বা গম্বুজ আছে। বাটীর উচ্চতা ১০৫ ফিট । বিভাগীয় কাৰ্য্যালয় ব্যতীত, এই সুবৃহৎ বাটীর মধ্যে, সেক্রেটারির আবাসস্থান, কাউন্সিল-চেম্বার, কমিটিরুম, প্রভৃতির স্থান সমাবেশও আছে। কাউন্সিল-চেম্বারটা দেখিতে অতি সুন্দর ও কলিকাতা মিউনিসিপ্যালিটার গৌরবেরই উপযুক্ত। মিউনিসিপ্যাল-আফিসের সম্মুখে, হগ-সাহেবের প্রতিষ্ঠিত মুবৃহৎ বাজার। কলিকাতা মিউনিসিপ্যালিটীর ভূতপূৰ্ব্ব চেয়ারম্যান ও পুলিশ-কমিশনার স্যর ইয়ার্ট হগ-সাহেবের নামে এই স্বপ্রশস্ত বাজারটা স্থাপিত হয়। বোম্বের ক্রফোর্ড-মার্কেট বিখ্যাত হইলেও, কোন অংশেই ইহার সমতুল্য নহে। ৰেঙ্গল-গবর্ণমেন্টের অধীনস্থ সিভিলিয়ানগণ, মিউনিসিপ্যালিটীর চেয়ারম্যান বা সভাপতির পদে নিযুক্ত হইয়া থাকেন। পুরাকালের এই সকল চেয়ারম্যানগণের মধ্যে, স্যর হেনরি হারিসনের নামই বিশেষভাবে উল্লেখযোগ্য। স্যর হেনরি একাধিক্রমে ১৮৮১ হইতে ১৮৯০ খ্ৰীঃ অন্ধ পৰ্য্যস্ত, এই মিউনিসিপ্যালিটীর সভাপতি ছিলেন। বর্তমানে স্থপ্রশস্ত হারিসন রোড, র্তাহার নাম ঘোষণা করিতেছে। তাছার আমলে, কলিকাতার অধিবাসিগণের জন্য, প্রচুর পরিমাণ কলের জল জোগাইবার ব্যবস্থা করা হয়। আগে ভবানীপুর, কালীঘাট, খিদিরপুর, টালিগঞ্জ প্রভৃতি স্থানে স্বতন্ত্র মিউনিসিপ্যালিট ছিল। ইহা সাউথ-সুবৰ্ব্বান মিউনিসিপ্যালিটী বলিয়া উল্লিখিত হইত। স্যর হেনরি এই মিউনিসিপ্যালিটীকে কলিকাতা মিউনিসিপ্যালিটীর সহিত মিলিত ৰুরিয়া দেন। অতীতকালের মিউনিসিপ্যালিটীর কথা বলিতে গেলে, স্যর