পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । ৯০ ৫ বঙ্গদেশের লেফটেনাণ্ট গবর্ণর ছিলেন ( ১৮৬২-১৮৬৭ খৃঃ )। (৪) চালর্স এচ, টনি, এম, এ। ইনি একজন সংস্কৃতজ্ঞ মহাপণ্ডিত। প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষরূপে এরূপ মহাপণ্ডিত, খুব কম এদেশে আসিয়াছেন। সুবৃহৎ সংস্কৃত গ্রন্থ “কথাসরিৎসাগর” ও ভবভূতির “উত্তররামচরিত” ইনি ইংরাজীতে অনুবাদ করেন। প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপ্য{ল পদত্যাগ করিবার পর, টনি সাহেব ইউনিভারসিটর রেজিষ্ট্রার ও তৎপরে ডাইরেক্টার অব-পবলিক-ইনষ্ট্রক্সান পদে নিযুক্ত হন। ভারতীয় শিক্ষা-ৰিভাগের কার্য হইতে অবসর লইয়া, ইনি বিলাতে ইণ্ডিয়া-আপিসের লাইব্রেরিয়ানের পদে কয়েক বৎসরকাল কাজ করিয়াছিলেন । ( e ) রাজা রাজেন্দ্রলাল মিত্র, সি, আই, ই, ডি, এল । ( জন্ম ১৮২৪ খ্ৰীঃ অন্ধ মৃত্যু ১৮৯১ খ্ৰীঃ অন্ধ । ) ডাক্তার রাজেন্দ্রলালের মত প্রত্নতত্ত্ববিৎ পণ্ডিত এদেশে খুব কমই জন্মিয়াছেন। নূতনবিধ প্রত্নতত্ত্বাবিষ্কারের পথ, ইনিই ভবিষ্যৎ বঙ্গীয় ঐতিহাসিকের জন্য প্রসারিত করিয়া গিয়াছেন । ডাক্তার মিত্রের বয়স যখন ২২ বৎসর, সেই সময়ে তিনি এসিয়াটিক-সোসাইটীর সহকারী সেক্রেটারীর পদে নিযুক্ত হন । দশ বৎসরকাল, তিনি এই পদে নিযুক্ত ছিলেন। গবেষণার উপযুক্ত ক্ষেত্রের মধ্যে থাকায়, তাহার অমুসন্ধিৎসাবৃত্তি বিশেষরূপে পুষ্টিলাভ করে। এই দশ বৎসরের মধ্যে,তিনি সংস্কৃত পালি প্রভৃতি ভাষায় বিশেষরূপে দক্ষতা লাভ করেন। এতদ্ব্যতীত তিনি, পারসী, হিন্দী, উড়িয়া, গ্ৰীকৃ, লাটিন, ফ্রেঞ্চ, জাৰ্ম্মাণ প্রভূতি ভাষার দক্ষত লাভ করেন। বঙ্গের তদানীন্তন ছোটলাট, স্যর রিচার্ড টেম্পল ūjājā orifats; cottfog oil afotfotosa-The most effectively learned Hindu of his day both as regard English and Oriental Classics. উড়িষ্যায় প্রাচীন-তথ্য বুদ্ধ-গয়া সম্বন্ধে তিনি অনেক নৃতন ঘটনার আবিষ্কার করেন । তাছার Edicts of Asoka নামক পুস্তকে ভারত-সম্রাট অশোকের শিলালিপি সমূহের সম্পূর্ণ ইংরাজী ভাষান্তর সাধারণে প্রচার হয়। ১৮৮৫ খৃষ্টাব্দে তিনি এসিয়াটিক-সোসাইটর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন। এতদ্ব্যতীত তিনি, মিউনিসিপ্যাল কমিশনার, টেক্সট-বুক কমিটির সভাপতি, ব্রিটিশ ইণ্ডিয়ান বা জমীদারসভার অধ্যক্ষপদেও বরিত হইয়াছিলেন । উল্লিখিত চিত্রগুলি ব্যতীত ইউনিভারসিট হলে (ক) রায় মাধবচন্দ্ৰ য়ায় বাহাদুর বি,এ, ৰি, সি, ই এমু, আই, সি, ই, (জন্ম ১৮৪১-মৃত্যু ১৯১২ খৃঃ)। (খ) ডাক্তার ত্রৈলক্ষ্যনাথ স্থিৰ Ꮍ $ 8