পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S> e কলিকাতা সেকালের ও একালের । দিয়া, সেই স্থানে હરે বাগান নিৰ্ম্মাণ কাৰ্য্য আরম্ভ হয়। ১৮৭৬ খ্ৰীঃ অম্বের ১লা জানুয়ারি, এই বাগানের প্রাণপ্রতিষ্ঠা হয়। সেই সময়ে আমাদের স্বর্গগত ভারত সম্রাট, সপ্তম এডওয়ার্ড, প্রিঙ্গ-অব-ওয়েলস্ রূপে, এদেশে আসিয়াছিলেন। এ ভিত্তিপ্রস্তর প্রোথিত করার উৎসবাদি তাহার স্বারাই g অনুষ্ঠিত হইয়াছিল । * বহুদিনের পরিশ্রমে চেষ্টায় ও যত্নে বাগানের বর্তমান অবস্থা উপস্থিত হইয়াছে। স্বৰ্গীয় বাবু রামব্ৰহ্ম সাল্লাল মহাশয়ের আমলে, এই বাগানের সর্বাঙ্গীন উন্নতি সাধিত হয়। অনেক এ দেশীয় বড় বড় রাজা, জমীদার এই বাগান নিৰ্ম্মাণ কাৰ্য্যে মুক্তহস্তে অর্থদান করিয়া ছিলেন। মহারাণী স্বর্ণময়ী, মহারাজ যতীন্দ্রমোহন ও অণরও অনেক বাঙ্গালী সম্রাস্তগণের নাম, এই বাগানের সহিত এখনও সংশ্লিষ্ট । বোটানিক্যাল গার্ডেন । ইহ কলিকাতার উপকণ্ঠে শিবপুরে স্থাপিত। এতাদৃশ সুবৃহৎ রাজকীয় উদ্যান, এভারতে আর দ্বিতীয় নাই। ১৭৮৬থ অবো, ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী, কর্ণেল কিডের পরামর্শানুসারে, এই বাগান স্থাপিত করেন। কর্ণেল কিড কোম্পানীর অধীনে একজন প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার ছিলেন । এই কিডের নাম হইতেই বর্ধমান Kidderpur ও তদপভ্রংশ খিদিরপুর নামকরণ হইয়াছে। এই প্রশস্ত উদ্যানের পদদেশ চুম্বন করিয়া জাহ্নবী প্রবাহিত হইতেছেন। বাগানের জমী পরিমাণ ২৭২ একর । এই বাগানের অধিকৃত ভূমির মধ্যে সেকালে মোগলের থানা ও মৃৎদুর্গ ছিল । এই খানা শব্দের অপভ্রংশ “টানা"। টানা দূর্গের অস্তিত্ব, জব চাৰ্শকের কলিকাতা প্রতিষ্ঠার বহু পূৰ্ব্ব হইতেই ছিল। 影 এই বাগান প্রতিষ্ঠার প্রধান উপলক্ষ কর্ণেল কিড ১৭৮৬ খ্ৰীঃ আত্ৰে, কোম্পানী বাছাছুরের মিলিটারী সেক্রেটারীর পদে নিযুক্ত হন। তিনিই তদনীন্তন গবর্নর-জেনারেল বাহাদুরের নিকট এ সম্বন্ধে প্রস্তাব করিলে— সকেন্সিল লাট-সাহেব তাহার এই যুক্তি সঙ্গত প্রস্তাব মঞ্জুর করিয়া সুপারিস পত্র সমেত, তাহ বিলাতের কোর্ট-অৰ-ডাইরেক্টর সভার নিকট পাঠান। ডাইরেক্টারদের সন্মতি আসিলে, এই বাগানের নির্মাণকাৰ্য্য আরম্ভ হয় ও কিড সাহেব ১৭৯৩ খৃষ্ঠাব্দ পর্য্যস্ত, ইহার সুপারিস্টেণ্ডেন্টের কাজ করেন। এই বাগানের উন্নতির জন্য কিড়, সাহেব, জীবন সমর্পণ করিয়াছিলেন । এদেশের নানাস্থানে যত প্রকারের প্রয়োজনীয় বৃক্ষ