পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় । సిసి) ও লতাদি দেখিতে পাওয়া যায়, তিনি তাহার সবই সংগ্ৰহ করিয়া এই বাগানটীকে সৌন্দৰ্য্যময় করেন। তিনি যেগুলি সংগ্ৰহ করিতে পারেন নাই, তাহার ড্রয়িং বা নকশা করিয়া রাখিয়া গিয়াছিলেন। কিড, প্তাহার অস্তিম ইচ্ছাথত্রে এরূপ বাসনা করেন—যেন ভঁাহার স্বহস্তে হাপিত এই বাগানের মধ্যেই তাহার সমাধি হয়। কিন্তু কোম্পানীবাহাদুর, তাছার ন্যায় একজন উপযুক্ত উদ্ভিদ-বিস্তাবিত মহাপণ্ডিতের দেহ এই নির্জন স্থানে সমাহিত না করিয়া, পার্ক ষ্ট্রীটের পুরাতন গোরস্থানে তাহার সমাধির ব্যবস্থা করিয়া দেন। তবে এই বাগানে কিডের নামে একটা স্মরণ-চিহ্ন স্থাপিত আছে। নেপাল, ভুটান, আসাম প্রভৃত্তি সুদুরবর্তীস্থানের জঙ্গলের মধ্যে ঘুরিয়া, তিনি তত্তৎস্থানের দুষ্প্রাপ্য বৃক্ষলতাদি সংগ্ৰহ করিয়াছিলেন। আসাম প্রদেশ হইতেই তিনি দারুচিনি গাছের ক্ষুদ্র চার সংগ্ৰহ করিয়া কলিকাতায় আনেন । এই চারাগুলি ওয়ারেণ ছেটিংস সাহেবকে তিনি প্রদান করেন। হেষ্টিংসের বিলাত প্রস্থানের পর, নানাপ্রকারের গাছ র্তাহার বাগান হইতে সংগৃহিত হইয়া, এই বাগানে রোপিত হয়। জনপ্রবাদ এই, ওয়ারেণ হেষ্টিংসের এই বাগানে, এলাচি লবঙ্গ প্রভৃতিরও গাছ ছিল। এই বাগানের মধ্যে স্থপ্রসিদ্ধ সুবৃহৎ বটবৃক্ষট এখনও কর্ণেল কিডেরকীৰ্ত্তি কাহিনী প্রকাশ করিতেছে। ইহার মধ্যস্থিত পালমিরা--বৃক্ষশ্রেণী শোভিত্ত সুন্দর ভ্রমণ পথট, বড়ই নেত্ৰ তৃপ্তিকর । ইহার স্থানে স্থানে বিচিত্র লতাকুঞ্জ ও অর্কিড-হাউস। বঙ্গদেশের ও ভারতের নানাস্থানে উৎপন্ন ও ঔষধার্থে ব্যবহৃত লতাগুল্মদি, এইস্থানে জন্মাইবার জন্য চেষ্টা করা হইয়াছিল। ইহার কতক চেষ্ট সফল হইয়াছে, কতক বা হয়- নাই। চায়ের প্রথম চাষ এই বাগানেই আরম্ভ হয়। এই চাষের ফল সন্তোষজনক হওয়ায়, ভারতের নানাস্থানে চীএর চাষ ব্যাপ্ত হইয়া পড়িয়াছে। বাঙ্গালী এখন șjzs stoff cwta 5-ostst zềni offgottga i Cinchona Febrifuge বা কুইনাইনের চাষ প্রথমে এখানেই হয়। কুইনাইন সম্বন্ধে পরীক্ষা সফল হওয়ায়, এখন গবর্নমেন্ট স্বয়ং কুইনাইনের চাষ করিতেছিল। এই সিনকেশ বা দেশী কুইনাইন এখন এই ম্যালেরিয়া পীড়িত বঙ্গে, গরীবদুঃখীর এক মাত্র আশ্রয়স্থল। এই রাজকীয়-উদ্যানের পরবর্তী সুপারিন্টেগুেষ্ট ভক্তিার বক্সৰয়া ও স্যর জর্জ কিংএর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । ५९ श्रें भश् अस्sिऊझे-पञायूएर्विप्न बादशंर्थी अदाॉनिब्र खेरुष ७ अठांउका