পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৯৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চবিংশ অধ্যায় ás?” শুর হিউ গফ, এই যুদ্ধের সেনানায়ক ছিলেন । পুনিয়ার ও মহারাজপুর 哑 ক্ষেত্রে, যে সব ইংরাজ-সৈনিক, রণক্ষেত্রে জীবন-বিসর্জন করেন, উহাদের নামসংযুক্ত একখানি স্মৃতিফলক ইহার মধ্যে প্রতিষ্ঠিত। কেবল ইংরাজ-সৈন্য নহে, অনেক দেশীয় সৈন্যেরাও ইহ। বান্তিম্ভ বলিয়া বিবেচিত হইতে পারে। “Peer Baccass”. প্রভৃতি নাম যে পারবক্সের অপভ্রংশ বানান, এ বিষয়ে কোন সন্দেহই নাই। স্যর উইলিয়াম পিল । ইডেন-গার্ডেনের সম্মুখেই স্পিড নামক বিখ্যাত ভাস্করের খোদিত, পিল সাহেবের এই শ্বেত মর্শ্বরময় মুৰ্ত্তি—এখনও অতীতকালের এক শোচনীয় স্মৃতি ঘোষণা করিতেছে। ১৮৫৭ খ্ৰীঃ অন্ধের সিপাহী মহাবিদ্রোহের সময়, স্যর উইলিয়াম পিল, ইংলণ্ডেশ্বরী ভিক্টোরিয়ার “শ্যানন” নামক রণপোতের সেনানায়ক ছিলেন। স্যর কলিন ক্যাস্কেল, যে সময়ে লক্ষ্মেী উদ্ধার করিতে যান, পিল, সেই সময়ে তাহার নৌসেনা লইয়া যুদ্ধক্ষেত্রে সহায়তার জন্ত সহগামী হইয়াছিলেন । মাটিনিয়ার কলেজে গোলাবর্ষণের সময়, পিল, যুদ্ধের সম্মুখভাগেই ছিলেন। এজন্য তিনি বিপক্ষপক্ষের গুলিতে দক্ষিণপদে আঘাত প্রাপ্ত হন। যুদ্ধ শেষ হইয়া গেলে, তাহাকে স্থানান্তরে লইয়া যাইবার জন্ত, অযোধ্যার নবাবের একখানি সুন্দর চেরিয়াট গাড়ী বন্দোৰস্ত করা হয়—কিন্তু আজন্ম-সৈনিক পিল বলেন—“আমি এই বহুমূল্য নবাবী-গাড়ীতে যাওয়া অপেক্ষা, সামান্য ডুলিতে একজৰ সামান্য সেলারের মত যাইতে পারিলে বড়ই স্বর্থী হইব।” পিলেক্স এইরূপ নিৰ্ব্বন্ধাতিশয় দেখিয়া, অগত্য ডুলির বন্দোবস্ত করাই হয়। কিন্তু তাহার দুর্ভাগ্যক্রমে, এই ডুলিতে ইতিপূৰ্ব্বে একজন বসন্তরোগীকে বহন কর। হইয়াছিল। এই ভুলি সংক্রামক-রোগের বীজ-দূষিত হওয়ায়, কানপুরে পৌছিবার পর, পিল, এই ভীষণ রোগে আক্রাস্ত হন ও তাছাতেই তাহার দেহান্ত ঘটে। উহার ন্যায় দুঃসাহসী, সমরে অজেয়, নৌ-সেনাপতি, সেকালে এদেশে খুব কম জাসিয়াছিলেন। স্যর উইলিয়ম পিলের ষ্ট্যাচু, আগে ইডেন উদ্যানের মধ্যে ছিল। এক্ষণে এই বাগানের সম্মুখে, কেল্লার ময়দানের এক বিশিষ্ট স্থানে স্থাপিত হইয়াছে। লর্ড অকূল্যাণ্ড । - লর্ড অকল্যাণ্ড ১৮৩৬ হইতে ১৮৪২ খৃষ্টাকা পৰ্য্যন্ত ভারতের গবর্ণর